Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ১:২৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালে নিয়মিত বাজার মনিটরিং 
Saturday March 23, 2024 , 7:01 pm
Print this E-mail this

দ্রব্যের মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা

দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বরিশালে নিয়মিত বাজার মনিটরিং


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শনিবার (মার্চ ২৩) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া হাটে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ইউএনওকে বাজারে দেখেই কমে যায় তরমুজের দাম। হাটে আসা তরমুজ ক্রেতারা বলেন, সচরাচর যে সাইজের তরমুজ পাঁচ থেকে সাতশ টাকায় বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা ইউএনও বাজারে আসায় সেই তরমুজ চারশ টাকা পিস হিসেবে বিক্রি হয়েছে। আর এভাবে তরমুজের দাম নিয়ন্ত্রণে থাকায় জরিমানা দিতে হয়নি ব্যবসায়ীদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু আবদুল্লাহ খান জানান, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে মাহিলাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দ্রব্যের মূল্য তালিকা না থাকায় চার ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে গত শুক্রবার (মার্চ ২২) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডের পাঁচ ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শনিবার দুপুরে বরিশাল নগরীতে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।




Archives
Image
বরিশালে অনলাইন জুয়াড়িদের দলনেতা গ্রেপ্তার!
Image
বরিশাল নগরীর নির্মাণাধীন ভবনের চাঁদাবাজি ঠেকাতে মাঠে পুলিশ
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি