Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাচ্ছেন পিরোজপুরের কাউখালীর লতিফ খসরু 
Monday December 13, 2021 , 7:02 pm
Print this E-mail this

তার এই মহতি উদ্যোগ প্রশংসার দাবিদার-উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা

তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাচ্ছেন পিরোজপুরের কাউখালীর লতিফ খসরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাঙালির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছেন ষাটোর্ধ পিরোজপুরের কাউখালীর তথ্য কেন্দ্র ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ খসরু।

আব্দুল লতিফ খসরু

তিনি কাউখালীর মানুষের কাছে তথ্য ব্যাংক হিসেবে পরিচিত। মহান বিজয়ের মাসে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ বিষয়ক বই পৌঁছে দিচ্ছে নতুন প্রজন্মের হাতে। কাউখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করছেন তিনি। সোমবার (ডিসেম্বর ১৩) কাউখালী সরকারি ডিগ্রি কলেজের শহীদ মিনারের পাদদেশে মুক্তিযুদ্ধের বই তুলে দেন নতুন প্রজন্মের হাতে। পরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার করেন শিক্ষার্থীরা। কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার জানান, বাঙালির আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে আব্দুল লতিফ খসরু যে কাজ করছেন তাতে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গর্বিত। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা জানান, আব্দুল লতিফ খসরুর এই মহতি উদ্যোগ প্রশংসার দাবিদার। এমন মহতি কাজ করার মানুষ আমাদের সমাজে খুব একটা দেখা যায় না। আব্দুল লতিফ খসরু জানান, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের ইতিহাসের বই ফেরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া শুরু করেছি। বিদ্যালয় ও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে মুক্তিযুদ্ধের বই দিয়ে আসছি।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু