Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ১৬, ২০২৪ ৪:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ট্রাফিক পুলিশের সাহায্যে সন্তান প্রসব পথচারী নারীর 
Wednesday September 29, 2021 , 11:11 pm
Print this E-mail this

মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানান ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা

ট্রাফিক পুলিশের সাহায্যে সন্তান প্রসব পথচারী নারীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জামালপুর থেকে শরীয়তপুরের উদ্দেশে যাত্রা করছিলেন অন্তঃসত্ত্বা এক নারী। পথেই প্রসব ব্যথা শুরু হয়। এতে দিশেহারা হয়ে পড়েন তিনি। পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে আসেন ট্রাফিক উত্তরা বিভাগের এসি ট্রাফিক এয়ারপোর্ট মো: আব্দুল্লাহ। তার সহযোগিতায় সেই নারী জন্ম দেন ফুটফুটে এক কন্যাসন্তানের। এ বিষয়ে মো: আব্দুল্লাহ বলেন, গতকাল মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রুনা বেগম নামের এক নারী শ্বশুরবাড়ি জামালপুর থেকে বাবার বাড়ি শরীয়তপুরে যাচ্ছিলেন। ওই দিন বিকেল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দর গোলচত্বরে আসার পরে তার প্রসব ব্যথা ওঠে। বিমানবন্দর গোলচত্বরে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সাহায্য চান তিনি। ট্রাফিক পুলিশের এই সদস্য বলেন, সেই নারীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন তিনি। পরে এক নারী পথচারী লাকী আক্তারের সহায়তায় শালীনতা বজায় রেখে বিমানবন্দর গোলচত্বরে ট্রাফিক পুলিশ বক্সের পাশের রুমে রুনাকে নেওয়া হয়। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে জন্ম হয় একটি কন্যাসন্তানের। তিনি বলেন, পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে রুনার স্বামীর মামা ও মামি আসেন। তাদের সঙ্গে রুনাকে অ্যাম্বুলেন্সে উত্তরা ১ নম্বর সেক্টরের মহিলা মেডিকেলে পাঠানো হয়। মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানান ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা।

সূত্র : ডিএমপি নিউজ




Archives
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু
Image
বরিশালে সিনথিয়ার দায়িত্ব নিলেন ইউএনও ফারিহা
Image
উপজেলা ভোটে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এমপি পঙ্কজ নাথের বিরুদ্ধে
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!