Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১০:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুত বরিশাল জেলা প্রশাসন 
Wednesday May 20, 2020 , 11:36 am
Print this E-mail this

১০ টি উপজেলায় ১০৭১ টি আশ্রয় কেন্দ্রে এরইমধ্যে প্রায় ১ লক্ষ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে

ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় প্রস্তুত বরিশাল জেলা প্রশাসন


নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা প্রশাসক’র সার্বিক নির্দেশনায় ও তৎপরতায় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সকল প্রকার ক্ষয়ক্ষতি রোধে এরইমধ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। তবে এবার চলমান করোনাভাইরাসের প্রভাবকে মাথায় রেখে জেলা প্রশাসনের নানা ধরণের উদ্যোগের পাশাপাশি আশ্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। গতকাল ১৯ মে মঙ্গলবার ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় ১০ টি উপজেলায় ১০৭১ টি আশ্রয় কেন্দ্রে এরইমধ্যে প্রায় ১ লক্ষ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি ২৪৯৯ টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেয়া হয়েছে।

জেলা প্রশাসক’র নির্দেশে আশ্রয় কেন্দ্রোগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পানি সরবরাহসহ শুকনো খাবারের পাশাপাশি খাবারের আয়োজন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় ১০ টি উপজেলায় মানসম্মত খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। বিকাল থেকে এসকল আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক’র নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ৭ নম্বর বিপদ সংকেত পেয়েই ঘূর্ণিঝড় আম্ফান মোকাবেলায় সারাদিন ধরে জনসাধারণকে আশ্রয়কেন্দ্রে আনার পাশাপাশি মাইকিং এবং তাদের খাবারের সু-ব্যবস্থা করেন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস