Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ক‌রোনা টিকা রে‌জি‌স্ট্রেশ‌নে সিএমপি’‌তে চালু হ‌লো ‘সহজ নিবন্ধন বুথ’ 
Tuesday July 20, 2021 , 5:03 am
Print this E-mail this

মূলত: সিএমপি দক্ষিণ বিভাগের তত্ত্বাবধানে এই সেবামূলক কার্যক্রম

ক‌রোনা টিকা রে‌জি‌স্ট্রেশ‌নে সিএমপি’‌তে চালু হ‌লো ‘সহজ নিবন্ধন বুথ’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নগরবাসীর সুরক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর কোতোয়ালি থানা মোড়ে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন বুথ চালু করা হয়েছে। প্রান্তিক পর্যায়ের লোকজন যাতে সহজে করোনা টিকা নিতে পারেন সেজন্য ‘সহজ নিবন্ধন’ বুথ চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এই বুথে গিয়ে নগরবাসী সহজেই টিকাপ্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারবেন। ৩৫ বছর ও তদুর্ধ্ব বয়‌সের ব্যক্তিরা নিজের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে গেলে সহজেই পুলিশের পক্ষ থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে। এরপর স্বাস্থ্য বিভাগে নির্ধারিত তারিখে গিয়ে টিকা গ্রহণ করা যাবে। চট্টগ্রাম শহরে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে যাঁরা ইন্টারনেট কিংবা স্মার্টফোন ব্যবহার করেন না বা যাঁরা টিকার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারছেন তাঁরা তাঁদের মোবাইল ফোন এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে এই বুথে এলে পুলিশের পক্ষ থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে। মূলত: সিএমপি দক্ষিণ বিভাগের তত্ত্বাবধানে এই সেবামূলক কার্যক্রম চালু হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা দিচ্ছে সামাজিক সংস্থা যাত্রী ছাউনি।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস