Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » কলোনিবাসী আর পুলিশ একত্রিত হয়ে রসুলপুরকে মাদকমুক্ত করবো : উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগ বিএমপি 
Saturday September 26, 2020 , 11:33 pm
Print this E-mail this

যদি কোন সন্তানের মাদক লেনদেনে সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেই সন্তানের বাবা মা’কে এর দ্বায় দায়িত্ব বহন করতে হবে

কলোনিবাসী আর পুলিশ একত্রিত হয়ে রসুলপুরকে মাদকমুক্ত করবো : উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা বিভাগ বিএমপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) উপ-পুলিশ কমিশনার নগর গোয়েন্দা বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার কোতয়ালী মডেল থানাধীন রসুলপুর কলোনিবাসীদের নিয়ে মাদক বিরোধী এক সভা করেন।

উক্ত সভায় গোপনে বা প্রকাশ্যে মাদক ব্যবসায়ী নির্মূলে যেকোন তথ্য দিতে সকল কলোনিবাসীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, কার শেল্টারে মাদক ব্যাবসা পরিচালিত হয়, আমাকে গোপনে জানান, যতবড়ই ক্ষমতাসম্পন্ন হোক না কেন, কেউ ছাড় পাবে না। আপনারা পাশে থাকলে মাদক নির্মূল সম্ভব। সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, খোঁজে রাখবেন। কারো সন্তানকে যেন অকারণে ঘোরাঘুরি বা আড্ডায় দেখতে না পাই, যদি কোন সন্তানের মাদক লেনদেনে সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেই সন্তানের বাবা মা’কে এর দ্বায় দায়িত্ব বহন করতে হবে। আজকের পর থেকে নিজ নিজ ঘর-সন্তান নিজ দায়িত্বে সামলাবেন। তিনি বলেন, যতদিন এই কলোনি মাদকমুক্ত না হবে, আমাদের অভিযান অব্যহত থাকবে। মাদকের সাথে কোন পুলিশের সংশ্লিষ্টতা পেলেও গোপনে জানাবেন। সভায় উপস্থিত ছিলেন-সহকারী পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা বিভাগ জনাব মোঃ রবিউল ইসলাম শামীম, সহকারী পুলিশ কমিশনার বিএমপি গোয়েন্দা বিভাগ জনাব নরেশ কর্মকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যা, পিতা-পুত্র গ্রেফতার
Image
গুলিস্তানে কিনে ‘পাকিস্তানি কাপড়’ বলে বিক্রি করেন তনি!
Image
রড দিয়ে পিটিয়ে শিশু গৃহকর্মী খুন, দম্পতির যাবজ্জীবন
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত