Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ৭:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় বরিশালে আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ 
Monday May 4, 2020 , 5:42 pm
Print this E-mail this

প্রায় ৬১ লক্ষ সদস্যদের মধ্যে স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে পর্যায়ক্রমে খাদ্যসহয়তা অব্যাহত থাকবে

করোনায় বরিশালে আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস পরিস্থিতিতে বরিশাল জেলার ১০টি উপজেলায় স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) সকালে বরিশাল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন, বরিশাল রেঞ্জ কমান্ডার মো: আশরাফুল আলম। বরিশাল জেলার ১০টি উপজেলায় ৩০০০ জন স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল, ডাল, তেল, আলু, পিয়াজ, সাবান ও মাস্ক। এবিষয়ে বরিশাল জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী জানান, করোনা মোকাবেলায় বাংলাদেশ আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক মহামারী এই করোনাভাইরাস মোকাবেলায় দুর্যোগের শুরু থেকেই বিভিন্ন দায়িত্বশীল ভূমিকা রেখে যাচ্ছে। পাশাপাশি মানবতার পক্ষের লড়াইয়েও বাংলাদেশ আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি, পিএসসি, জি’র নির্দেশনায় এ বাহিনীর প্রায় ৬১ লক্ষ সদস্যদের মধ্যে স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য-সদস্যদের মাঝে পর্যায়ক্রমে খাদ্যসহয়তা অব্যাহত থাকবে। এসময় ত্রান বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন-বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট সৈয়দ ইফতেহার আলী, সহকারী জেলা কমান্ড্যান্ট রকিব উদ্দিন, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক মো: শাহ আলম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, (ভারপ্রাপ্ত) আয়শা সুলতানা ও সদর উপজেলা থানা প্রশিক্ষক এ কে এম ইদ্রিস আলী আকন।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস