Current Bangladesh Time
শুক্রবার মে ১৭, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু 
Wednesday May 13, 2020 , 1:35 pm
Print this E-mail this

ডা: আবুল মোকারিম ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন

করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু


করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু

মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক চিকিৎসক মারা গেছেন। তার নাম প্রফেসর ডা: মেজর (অব.) আবুল মোকারিম মো: মহসিন উদ্দিন। তিনি সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে মারা যান বলে জানা গেছে। ডা: আবুল মোকারিম ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত তিনজন চিকিৎসক মারা গেলেন। ডা: আবুল মোকারিম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিজের (এফডিএসআর) মহাসচিব ডা: আবদুল্লাহ আল মামুন। তিনি আরো বলেন, ‘ডা: আবুল মোকারিম ইবনেসিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন। কিছুদিন আগে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। করোনায় এখন পর্যন্ত আমরা তিনজন চিকিৎসককে হারালাম।’ জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন। আজ বুধবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে প্রথম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন ১৫ এপ্রিল ভোরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু