Current Bangladesh Time
মঙ্গলবার মে ১৪, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনাভাইরাসে কর্মহীন, অসহায় ও দুস্থদের পাশে বরিশাল বিভাগীয় কমিশনার 
Monday July 5, 2021 , 3:10 pm
Print this E-mail this

নিজেকে রক্ষা করতে সকলেই মাক্স ব্যবহার করবেন, মনে রাখবেন, আপনি সুস্থ থাকলে আপনার ঘরও সুস্থ থাকবে

করোনাভাইরাসে কর্মহীন, অসহায় ও দুস্থদের পাশে বরিশাল বিভাগীয় কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে মানবাধিকার কমিশনের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে করোনাভাইরাসে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারই ধারাবাহিকতায় সোমবার (জুলাই ৫) দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস’র সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে অফিসার্স ক্লাব টেনিস গ্রান্ডে বরিশালে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল ও বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পর্যায়ক্রমে আরো ১৬৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা ৩৬২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন। এসময় বিভাগীয় কমিশনার বলেন, সবার আগে নিজেকে রক্ষা করতে সকলেই মাক্স ব্যবহার করবেন। মনে রাখবেন, আপনি সুস্থ থাকলে আপনার ঘরও সুস্থ থাকবে। একই সময়ে আপনি দেশেল প্রচলিত আইন মেনে চলবেন। আপনার সচেতনতাই করোনার হাত থেকে রক্ষা করবে। তাই সকলে নিয়মিত মাক্স ব্যবহার করার জন্য জোড় অনুরোধ করেন তিনি।




Archives
Image
এমভি আবদুল্লাহ ছাড়লেন ২৩ নাবিক
Image
২৭ বছর পর যাবজ্জীবনের আসামি গ্রেপ্তার
Image
বরিশালে থেমে থাকা মাইক্রোবাসে আগুন, নামাজে থাকায় রক্ষা পেল বরযাত্রী
Image
বরিশালে ক্যানসারজয়ী মাহাথিরের এসএসসিতে জিপিএ ৫ অর্জন
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!