Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চীন থেকে সোজা বরিশালে হেলাল শিকদার, করোনাভাইরাস আতঙ্কে এলাকাবাসী 
Monday February 3, 2020 , 11:47 am
Print this E-mail this

চীন থেকে সোজা বরিশালে হেলাল শিকদার, করোনাভাইরাস আতঙ্কে এলাকাবাসী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস আতঙ্কে হেলাল শিকদার (২৫) নামের এক মেডিকেল ছাত্র চীন থেকে বরিশালের গৌরনদীতে তার গ্রামের বাড়িতে ফিরে এসেছেন। শনিবার রাতে গ্রামের বাড়ি গৌরনদী পৌরসভার উত্তর পালরদী এলাকার বাড়িতে তিনি আসেন। হেলাল ওই এলকার সৌদি প্রবাসী জালাল শিকদারের ছোট ছেলে। হেলাল মেডিকেল পরীক্ষা না করে বাড়িতে আসায় গ্রামবাসীর মধ্যে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, উপজেলার উত্তর পালরদী গ্রামের সৌদি প্রবাসী জালাল শিকদারের দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে হেলাল শিকদার সেজ। চিকিৎসাবিদ্যায় পড়ার জন্য পাঁচ বছর আগে হেলাল চীনের শাংহাই শহরে যান।

চীনে কয়েকটি শহরে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে সে (হেলাল) শ্রীলংকা হয়ে ৩১ জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন। শনিবার রাতে তিনি মুখে মাক্স পরে বাড়িতে এসে মা, ভাই ও বোনদের আত্মীয়-স্বজনদের বাড়িতে পাঠিয়ে দেয়। বিশ্রামে থাকার জন্য তিনি একাকী ঘরের মধ্যে সময় কাটচ্ছেন। তবে হেলালের শরীরের কোন জ্বর নেই। তিন সুস্থ আছেন বলে পুলিশকে জানিয়েছেন। স্থানীয় পৌর কাউন্সিলর লিটন বেপারী জানান, চীন থেকে দেশে ফিরে হেলাল কোন মেডিকেল পরীক্ষা না করে গ্রামের বাড়িতে আসায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস আতঙ্কে ওই বাড়িতে এলাকার কোন মানুষ যাচ্ছেন না। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান, বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। ডাক্তারি পরীক্ষার জন্য আজ (সোমবার) হেলালকে বরিশাল পাঠানো হবে। ব‌রিশা‌লের সি‌ভিল সার্জন জানান, যে‌হেতু হেলাল নি‌জে একজন মে‌ডি‌কেল শিক্ষার্থী, ক‌রোনা সম্প‌র্কে তার ধারণা আছে। তারপরও তার স‌ঙ্গে কথা বলা হ‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে স্বাস্থ্য বিভা‌গের নি‌র্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হ‌চ্ছে। এদিকে হেলাল জানান, চী‌নে তার স্বাস্থ্য পরীক্ষা করা হ‌য়ে‌ছে। তার শরী‌রে জ্বর নেই। তি‌নি ভা‌লো আছেন ব‌লেও জানান।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু