Current Bangladesh Time
রবিবার মে ১২, ২০২৪ ৯:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মো: মোখলেছুর রহমান 
Thursday May 21, 2020 , 6:06 pm
Print this E-mail this

এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন

করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন চট্টগ্রাম জেলা পুলিশের কনস্টেবল মো: মোখলেছুর রহমান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে করোনাক্রান্ত (কভিড-১৯) হয়ে জীবন দিলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। দেশ ও জাতির কল্যাণে আত্মোৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল মো: মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশে সদর কোর্টে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস এম রশিদুল হক, পিপিএম-সেবা গভীর দুঃখ ও শোক প্রকাশ করে বলেন, বর্ণিত কনস্টেবল বাংলাদেশ পুলিশের একজন দক্ষ, কর্মঠ, চৌকস এবং দায়িত্বশীল পুলিশ সদস্য ছিলেন। তাঁর মত এমন একজন দক্ষ, দায়িত্ববান ও অভিজ্ঞ পুলিশ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিটি সদস্য শোকাহত। চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা যেন শোকসন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যকে এ অপূরণীয় ক্ষতি ও প্রিয়জন হারানোর শোক বহন করার শক্তি দান করেন। উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করলেন।

তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা!
Image
প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ
Image
বরিশাল নগরীতে প্রতারণা মামলায় স্বামী-স্ত্রী আটক
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান