Current Bangladesh Time
রবিবার মে ১৯, ২০২৪ ২:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আমার পেছনে সবাই কেন লাগে রে ভাই? – পরীমনির প্রশ্ন 
Tuesday December 28, 2021 , 4:23 pm
Print this E-mail this

আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছেন, যার ক্ষতিপূরণ তাদের অবশ্যই দিতে হবে

আমার পেছনে সবাই কেন লাগে রে ভাই? – পরীমনির প্রশ্ন


মুক্তখবর বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নায়িকা পরীমনিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব ধরনের ‘অশ্লীল’ ছবি ও ভিডিও আগামী ৩০ দিনের মধ্যে সরিয়ে নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি- যার কোনো শৈল্পিক মূল্য নেই; এমন কার্যক্রম থেকেও সম্পূর্ণভাবে বিরত থাকতে বলা হয়েছে নোটিশে। এ নোটিশ প্রসঙ্গে পরীমনি জানিয়েছেন, এ ধরনের কোনো আইনী নোটিশ মঙ্গলবার সকাল পর্যন্ত তিনি পাননি। তবে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ নোটিশ সম্পর্কে জেনেছেন। নোটিশ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। পরিমনি বিস্ময় প্রকাশ করে বলেন, আমার পেজে এমন কোনো আপত্তিকর ছবি বা ভিডিও নেই যেটা আমাকে সরাতে হবে। জন্মদিনে ফাইভ স্টার হোটেলে আমি যে অনুষ্ঠান করেছি, সেখানকার কোনো ভিডিও বা ছবি আমি ফেসবুক ছেড়েছি? আমার অনুমতি ছাড়া বাইরে থেকে এগুলো ছড়ানো হয়েছে। কোথায় কে কোন ভিডিও দেখল, সেই ভিডিও আমার ঘাড়ে চাপাতে পারেন না। নোটিশের খবর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পরীমনি বলেন, আমার পেছনে সবাই কেন লাগে রে ভাই? জন্মদিনের অনুষ্ঠানের পর আমাকে অপমান করে যে ভিডিওগুলো বানানো হলো, গান বাদ দিয়ে অশ্লীল গান জুড়ে ভিডিওগুলো ভাইরাল করা হয়েছে। আমি উল্টো ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নোটিশ হাতে না পেলেও গণমাধ্যমে খবরটি দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি। এমন অত্যাচারের মানে হয় না। আলোচিত এই নায়িকা আরও বলেন, ফেসবুক খোলার পর থেকে যেসকল ভিডিও বা ছবি আপলোড করেছি, সেগুলো সবাই দেখেছেন। আমার ফেসবুকে কোথাও কি কোনো অশ্লীল ছবি আছে? যা আমি আপ করেছি। যেসব ছবির ইঙ্গিত করে নোটিশ দেওয়া কথা বলা হয়েছে। এর আগে হাতে সিগারেটসহ দুটি ছবি আদালত থেকে সরাতে বলা হয়েছিল, আমি তা এক ঘণ্টার মধ্যে সরিয়েছি। নোটিশ পাঠানো দুই আইনজীবীর নামে ক্ষতিপূরণ দাবি করে পাল্টা নোটিশ পাঠাবেন উল্লেখ করে পরীমনি বলেন, আগে আমার হাতে ওই নোটিশ পেলে, আমি পাল্টা দুই উকিলের নামে নোটিশ পাঠাব। আমাকে ডিস্টার্ব করেছেন তারা। আমি তাদের কাছে ক্ষতিপূরণ চাইব। আমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছেন, যার ক্ষতিপূরণ তাদের অবশ্যই দিতে হবে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস