Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ৪:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অভিযুক্তকে ক্ষমা করে দিয়েছি : লুবাবা, শিশুশিল্পী 
Tuesday November 21, 2023 , 4:01 pm
Print this E-mail this

সাইবার বুলিং করা ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ

অভিযুক্তকে ক্ষমা করে দিয়েছি : লুবাবা, শিশুশিল্পী


মুক্তখবর বিনোদন ডেস্ক : সাইবার বুলিং করা ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে শিশুশিল্পী সিমরিন লুবাবা। একই সঙ্গে অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে আটকের জন্য মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এই শিশুশিল্পী। মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুবাবা এ কথা জানায়। লুবাবা বলে, আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, আমাকে সাইবার জগতে হয়রানি করা হচ্ছে। আমাকে নিয়ে অনেকগুলো ভিডিও করা হয়েছে। এ ভিডিওগুলোর মধ্যে একটা খুবই আপত্তিকর ছিল। সেই ভিডিওর বিষয়ে আমি আম্মু ও আব্বুকে নিয়ে হারুন আঙ্কেলের’ (ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ) কাছে এসেছিলাম। হারুন আঙ্কেলের কাছে অভিযোগ দেওয়ার পর তিনি দুইদিনও সময় নেননি, সেই অভিযুক্তকে বের করে ফেলেছেন। এখন তিনি ডিবি কার্যালয়ে আছেন। তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। আমিও তাকে ক্ষমা করে দিয়েছি। আর যারা এমন কন্টেন্ট বানাচ্ছেন, আমাকে বুলিং ও মিম বানাচ্ছেন। আমি তাদের অনুরোধ করবো তারা যেন এ ধরনের কাজ না করেন এবং তাদের আমি ক্ষমা করে দিয়েছি। আমি ধন্যবাদ জানাই হারুন আঙ্কেলকে ও ডিবির টিমকে। তারা আমাকে অনেক সাহায্য করেছেন। তারা দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে বের করে আটক করেছেন, আমি আশাও করিনি এত দ্রুত হবে। এর আগে নিজ কার্যালয়ে ডিবিপ্রধান বলেন, লুবাবা দুই দিন আগে একটি লিখিত অভিযোগ দেয়। এ অভিযোগ আমাদের সাইবার বিভাগ তদন্ত করে। অভিযোগের একদিন পরই রাজশাহী থেকে এক বুলিংকারীকে আমরা আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




Archives
Image
সোহেল চৌধুরী হত্যা মামলা : আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
Image
এবার পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী
Image
রাজধানীতে মিলল ‘পুনর্জন্ম’র প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ
Image
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন