Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ১:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অপহরণকারীর হাত থেকে রক্ষা পেলো বরিশাল কাশিপুরের মোতালেব 
Thursday December 23, 2021 , 10:18 pm
Print this E-mail this

মামলা, অভিযোগ দিয়া কি হইবে? গাড়িটা তো আটক করতে পারেনি পুলিশ

অপহরণকারীর হাত থেকে রক্ষা পেলো বরিশাল কাশিপুরের মোতালেব


এইচ এম হেলাল, অতিথি প্রতিবেদক : বরিশালে এক আটোচালককে অপহরণ করে নেয়ার সময় প্রাইভেট গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান মোতালেব নামের এক ব্যাক্তি। বুধবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে দশটার সময় বরিশাল সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের দুই থানা মসজিদের পশ্চিম পাশে এঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এয়ারপোর্ট থানা পুলিশ ও ইউপি চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লা। তবে এঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। মোতালেব হাওলাদার (৪৫) ২ নং কাশিপুর ইউনিয়নের লাকুটিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের মোবারক আলী হাওলাদারের ছেলে। সে পেশায় একজন অটোচালক। জানা গেছে, প্রতিদিনের মত মোতালেব তার ব্যাটারি চালিত অটো গাড়ি নিয়ে বের হন। বুধবার যাত্রী কম থাকায় গাড়ি নিয়ে বরিশাল নগরীতে না এসে তিনি ছয়মাইল নামক স্থানে নিজের লাগানো লাউশাক বিক্রি করেন। পরে রাত দশটার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে লাকুটিয়া দুই থানা মসজিদের পশ্চিম পাশে আসলে একটি প্রাইভেট গাড়ি অটোচালক মোতালেবকে লাকুটিয়া সড়কে যেতে বলেন। এসময় ৭০ টাকা ভাড়ায় অটোচালক মোতালেবকে যেতে রাজি হন। প্রাইভেট গাড়ির ভিতরে থাকা তিন ব্যাক্তি বের হয়। পরে গাড়ির ভিতরে থাকা পলিব্যাগ অটোগাড়িতে নিতে বলেন। এসময় অটোচালক মোতালেব’র মুখে গামছা বেধে দেয় তিন অপহরণকারী। এক পর্যয়ে মোতালেবকে গাড়ির ভিতরে জোর করে প্রবেশ করালে মোতালেব তার দুই হাত দিয়ে মুখের গামছা খুলে ডাকচিৎকার শুরু করেন। এদিকে ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দ্রুত প্রাইভেট গাড়িটি ছয়মাইল নামক স্থানে পৌঁছালে জনতা গাড়িটি আটকে দেয়। এয়ারপোর্ট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসলে জনতা সড়কের দুই পাশে সড়ে যায়। আর রাস্তা ফাঁকা পেয়ে প্রাইভেট গাড়িটি সেখান থেকে দ্রুত পালাতে সক্ষম হয় বলে জানিয়েছেন একাধিক দোকানীরা। এবিষয় অটোচালক মোতালেব বলেন, পুলিশ চাইলে গাড়িটা আটক করতে পারতো। পুলিশের প্রতি যে বিশ্বাস ছিলো তা আজ আর নেই। মামলা, অভিযোগ দিয়া কি হইবে? গাড়িটা তো আটক করতে পারেনি পুলিশ। এবিষয় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার’র সাথে মুঠোফোনে বক্তব্য নিতে চাইলে তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সূত্র : বিডিক্রাইম




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু