|
থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ
ঢাকায় বিশেষ অভিযানে বরিশালের দুই ডাকাত গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকার সাভার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বরিশালের দুই ডাকাত দলের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (জানুয়ারি ৯) রাতে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন হলেন বরিশাল জেলার মুলাদী থানার লক্ষীপুর (পশ্চিম চর লক্ষীপুর) গ্রামের মো: মোতাহার মোল্লার ছেলে মো: ইমরান হোসেন (২৭)। অপরজন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার কান্দিরাবাদ গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো: বাবুল হাওলাদার (৪০)।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো: সাইদুল ইসলাম শনিবার (জানুয়ারি ১০) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো: মতিউর রহমানসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গেন্ডা মহল্লায় অভিযান চালিয়ে ছিনতাইকারী ও ডাকাত দলের এই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে তারা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও ধামরাই থানা এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। ডিবি পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় দেখা গেছে, মো: ইমরান হোসেনের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অপরদিকে মো: বাবুল হাওলাদারের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তার দু’জনকে ধামরাই থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Post Views: ০
|
|