Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বঙ্গবন্ধুর ম্যুরালের জায়গায় দোকান নির্মাণ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা 
Friday December 26, 2025 , 6:39 pm
Print this E-mail this

প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দে ম্যুরাল নির্মিত হওয়া জায়গা কিভাবে আবার ব্যক্তির হয় স্থানীয়দের মাঝে এ নিয়ে প্রশ্ন

বরিশালে বঙ্গবন্ধুর ম্যুরালের জায়গায় দোকান নির্মাণ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় ডাকবাংলো মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে দখলদারদের হামলায় সোহেল মাহাবুব নামের স্থানীয় এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (ডিসেম্বর ২৫) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। সরকারি প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দে ম্যুরাল নির্মিত হওয়া জায়গা কিভাবে আবার ব্যক্তির হয় স্থানীয়দের মাঝে এ প্রশ্ন উঠেছে।

জানা গেছে, বানারীপাড়া পৌর শহরের ডাকবাংলো মোড় সংলগ্ন উপজেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি অনুপ কুমার গুহের চারশত বছরের পৈত্রিক জমি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পরে বঙ্গবন্ধুর ম্যুরাল করার জন্য ক্রয়সূত্রে মালিকানা দাবিদার বিশিষ্ট ব্যবসায়ী মো: তোফাজ্জেল হোসেন তৎকালীন স্থানীয় সংসদ সদস্য মো: শাহে আলম তালুকদারকে দিয়ে দেন। এমপির পরিকল্পনায় তখন প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে সরকার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল (ভাস্কর্য) নির্মাণ করে। সেই থেকে জাতীয় বিভিন্ন দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ এবং এর পাদদেশে দাঁড়িয়ে জাতীয় ও আওয়ামী লীগের দলীয় বিভিন্ন কর্মসুচি পালন করা হতো। অভিযোগ রয়েছে, তোফাজ্জেল হোসেন বিরোধপূর্ণ বেদখলীয় সম্পত্তির কিছু অংশ বঙ্গবন্ধুর ম্যুরালের জন্য দিয়ে ক্ষমতাসীনদের খুশি করে তখন কৌশলে এর পাশের সম্পত্তিতে বেশ কয়েকটি দোকান ঘর নির্মাণ করে দখলে নিয়ে ভাড়া দেন। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার অভূত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হলে বিক্ষুদ্ধরা বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙ্গে ফেলে। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রথমে টিনের বেড়া দিয়ে ম্যুরালের স্থানটি ঘিরে ফেলে দখলে নেন তোফাজ্জেল হোসেন। বিরোধপূূর্ণ ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান দাবি করে এর উপরে সংতর্কীকরন নোটিশও সাঁটিয়ে দেওয়া হয়। অন্যত্র থেকে রাতের আঁধারে দোকান ঘরের টিন-কাঠের ফ্রেম তৈরি করে এনে বৃহস্পতিবার (ডিসেম্বর ২৫) সকালে তোফাজ্জেল হোসেন বঙ্গবন্ধুর ম্যুরালের জায়গায় দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে আঞ্চলিক দৈনিক বরিশাল প্রতিদিনের বানারীপাড়া উপজেলা প্রতিনিধি সোহেল মাহাবুব ঘটনাস্থলে গিয়ে দখলের ভিডিও ধারণ ও ছবি তুলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তোফাজ্জেল হোসেনের পক্ষের ইকবাল, রানা ও বিধান সাধকসহ কয়েকজন তার ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এদিকে সম্পত্তি জবর দখলের বিষয়টি অনুপ কুমার গুহ বানারীপাড়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে বাদী ও বিবাদীকে জায়গার দলিল পত্র নিয়ে থানায় ডাকেন। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মজিবুর রহমান জানান, বিরোধপূর্ণ সম্পত্তিতে দোকানঘর নির্মাণ কাজ স্থগিত করে দুই পক্ষকে দালিলিক প্রমানাদি নিয়ে থানায় ডাকা হয়েছে। সাংবাদিকের ওপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আহত সাংবাদিক সোহেল মাহাবুব জানান, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তণের দিন তাকে বরণ করতে বানারীপাড়ার বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা ঢাকায় অবস্থান করার সুযোগকে কাজে লাগিয়ে জায়গা দখল করেন আওয়ামী লীগের দোসর ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন। পেশাগত কাজে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা আমার ওপর হামলা করে। এ বিষয়ে ব্যবসায়ী আলহাজ্ব তোফাজ্জেল হোসেন দাবি করেন, সৌদি আরবে থাকা অবস্থায় তার ক্রয়কৃত সম্পত্তিতে বিনা অনুমতিতে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরী করা হয়েছিল। গত বছরের ৫ আগস্ট ভেঙ্গে ফেলায় এখন যেহেতু সেখানে ম্যুরাল নেই তাই তিনি দোকানঘর নির্মাণ করছেন। অনুপ কুমার গুহ জানান, চারশত বছরের পূূর্বপুরুষদের (পৈত্রিক) ওই সম্পত্তি নিয়ে তার মামলার প্রেক্ষিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। আদালত অবমাননা করে প্রতিপক্ষ তোফাজ্জেল হোসেন জোরপূর্বক দোকানঘর নির্মাণ করছেন।




Archives
Image
ভোটার হলেন তারেক রহমান ও জাইমা রহমান
Image
সেন্টমার্টিনগামী ‘আটলান্টিক’ জাহাজে ভয়াবহ আগুন, নিহত ১
Image
বরিশালে মান্তা সম্প্রদায়ের নৌবহরে চারুকলার আর্ট ক্যাম্প
Image
বরিশালে বঙ্গবন্ধুর ম্যুরালের জায়গায় দোকান নির্মাণ, সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের উপর হামলা
Image
দুই লঞ্চের সংঘর্ষ : নিহত চারজনের লাশ শনাক্ত, আটক ৪