|
বিভিন্ন দলের ৯ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র
বরিশালের ৬টি আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
বাসদের মনীষা চক্রবর্ত্তীর মনোনয়নপত্র সংগ্রহ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এ পর্যন্ত ১০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলের ৯ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী। রোববার (ডিসেম্বর ২১) সন্ধ্যায় বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

মিডিয়া সেলের তথ্যানুযায়ী, গত ১৭ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে বরিশাল-১ আসন থেকে মুসলিম লীগের আব্দুল কুদ্দুস এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি নেতা আব্দুস সোবহান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশাল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ, বাসদের তরিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলাম মনোনয়নপত্র নেন।বরিশাল-৫ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম এবং বাসদের ডা. মনীষা চক্রবর্ত্তী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে বরিশাল-৪ আসন থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার মিডিয়া সেল।
Post Views: ০
|