|
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই
বরিশালে অদম্য নারীরা পেলেন সম্মাননা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (ডিসেম্বর ৯) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো: ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো: মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. টিপু সুলতান, উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখী, আনসার ভিডিপি কর্মকর্তা হাম্মাদ বিন হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। শেষে উপজেলার পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।
Post Views: ০
|
|