Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ২৮, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও মানজুরা মুশাররফ 
Thursday November 27, 2025 , 9:17 pm
Print this E-mail this

এই নিয়োগে স্থানীয় প্রশাসনে নারী নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধি পাবে

বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও মানজুরা মুশাররফ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত মানজুরা মুশাররফ। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভূ-স্বত্ত্বা প্রশাসন, জনসেবা এবং স্থানীয় প্রশাসনিক কার্যক্রমে তার দক্ষতা ও সততা প্রশংসিত। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে বরিশাল সদর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মানজুরা মুশাররফকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে তিনি বিভাগীয় শহর বরিশাল সদর উপজেলার দ্বিতীয় নারী ইউএনও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মানজুরা মুশাররফকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। নতুন এই নিয়োগের মাধ্যমে স্থানীয় প্রশাসনে নারী নেতৃত্বের অংশগ্রহণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে অন্যান্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সচেতন মহল।




Archives
Image
বরিশালে কোটি টাকার চোরাই কয়লা ও লাইটার জাহাজসহ আটক ১২
Image
অবশেষে ‘পিএস মাহসুদ’ এর যাত্রা শুরু
Image
বরিশাল সদর উপজেলার নতুন ইউএনও মানজুরা মুশাররফ
Image
প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল
Image
ফের ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে