|
নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা
সামরিক বাহিনীর নারী সদস্য সেজে প্রতারণা, যুবক গ্রেফতার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রংপুরে বিভিন্ন সামরিক বাহিনীর নারী সদস্য সেজে অনলাইনে প্রতারক চক্রের মূলহোতা নাজমুল হাসানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে, মঙ্গলবার রাতে বাড়ির টয়লেটের ছাদ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাজমুল হাসান ওরফে জিম পীরগাছা উপজেলার অভিরাম নামা দোলা এলাকার সাজ্জাদ হোসেন জাহিদুল ইসলামের ছেলে। র্যাব-১৩ জানায়, অভিযুক্ত নাজমুল হাসান সামরিক বাহিনীর পরিচয় পত্র ও পোষাক ব্যবহার করে, সাবেক এক সেনা কর্মকর্তাকে জমির শেয়ার কিনে দেওয়ার কথা বলে পর্যায়ক্রমে সর্বমোট ১৭ লাখ ২৬ হাজার টাকা গ্রহণ করে এক ভুক্তভোগীর কাছে থেকে। পরে আজকাল করে জমি কিনে না দেওয়ায় ওই ভুক্তভোগীর সন্দেহ হলে, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন সে কোনো বাহিনীতে চাকরি করেন না। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় বাদী একটি প্রতারণা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রিহ্যাব-১৩ সামরিক বাহিনীর পরিচয়ে প্রতারণা মামলার প্রধান নাজমুল হাসান জীমকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তার বাড়ি তল্লাশি করে সেনাবাহিনীর ইউনিফর্ম, কমব্যাট ড্রেস, ১টি, কমব্যাট গেঞ্জি ১টি, ফিল্ডক্যাপ ১টি, টাওয়াল, ১টি, ট্রাউজার ১টি। নৌবাহিনীর ইউনিফর্ম ৩নং সাদা ড্রেস ১টি, কম্ব্যাট গেঞ্জি ২টি, নেভি জার্সি ক্যাপ ১টি, টাওয়াল ১টি। এছাড়াও বিভিন্ন বাহিনীর বিভিন্ন কালারের ক্যান্টিন গেঞ্জি ১৫টি, সামরিক বাহিনীর ভুয়া আইডি কার্ড ৯টি, বাটন মোবাইল ৫টি, স্মার্ট মোবাইল ১টি, মেয়েদের পরচুলা ১ গোছা এবং মেকআপ সেট জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, প্রতারক নাজমুল হাসান, জিম বিভিন্ন সময়ে নিজেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। সে নিজেকে মাঝে মাঝে নারী সেনা সদস্য হিসেবেও পরিচয় দিতেন এবং নারীর বেশ ধারণ করে ও নারীর কন্ঠে কথা বলে ভিডিও কলের মাধ্যমে প্রতারণা করতেন। সেই সাথে নারী কেলেঙ্কারিতে ফাঁসিয়ে টাকা আদায়ও করতেন তিনি। স্থানীয়রা জানান, গত ৬ মাস পূর্বে উপজেলার পাওটানা এলাকায় প্রতারণা করতে গিয়ে স্থানীয়দের হাতে গণধোলাইর শিকার হন নাজমুল হাসান জিম। এর আগে রংপুর মহানগরীর তাজহাট এলাকায় প্রতারণার সময় ধরা পরেন সে। নাম-পরিচয় গোপন রাখার শর্তে নাজমুল হাসানের এক নিকটাত্মীয় বলেন, আমরা সারাজীবন কাজ করে যা করতে পারিনি, নাজমুল হাসান জিম দুই বছরে তার লাখো গুণ বেশী করেছেন। তিনি আরও বলেন নাজমুল হাসান তার বাপ, মা, বোন ভগিনীপতি ও চাচাদের প্রচ্ছন্ন সহায়তায় এই সব অপকর্মে জড়িয়েছে।

প্রায় ২ বছর পূর্বে প্রতিবেশী চাচাতো বোন সেনাসদস্য সুরভিকে ব্ল্যাকমেইল করেছিল এই নাজমুল হাসান বলে জানান তিনি। এ বিষয়ে র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রতারণার অভিযোগ তদন্ত করে সত্যতা নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে নাজমুল হাসান জিমকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের চক্রের বিরুদ্ধে র্যাব ১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Post Views: ০
|
|