Current Bangladesh Time
শনিবার নভেম্বর ১৫, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » চলতি বছর বরিশালে ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু 
Friday November 14, 2025 , 6:07 pm
Print this E-mail this

রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে

চলতি বছর বরিশালে ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চলতি বছরে বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। শুক্রবার (নভেম্বর ১৪) স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া চলতি বছরে বিভাগজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৫৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৯৪৬ জন। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। আক্রান্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি বরগুনা জেলায়। চলতি বছর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২৬ জন। এদের অধিকাংশ বরগুনা জেলার বাসিন্দা। এছাড়া বরগুনা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫ জন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন একজন, পটুয়াখালীর বিভিন্ন সরকারি হাসপাতালে মারা গেছেন আরও দু’জন। এছাড়াও ভোলার সরকারি হাসপাতালে মারা গেছেন এক রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।




Archives
Image
চলতি বছর বরিশালে ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু
Image
কুয়াকাটায় ১ কেজি গাঁজা সহ রায়হান গ্রেফতার
Image
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : ব্রিটিশ মন্ত্রীকে ড. ইউনূস :
Image
বিশ্ব জাদুমঞ্চে বাংলাদেশের জাদুশিল্পী প্রিন্স হারুন
Image
বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগ