Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৯, ২০২৫ ৪:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র 
Friday October 17, 2025 , 8:10 pm
Print this E-mail this

একটি বিশেষ মহল আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত

জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, একটি বিশেষ মহল আওয়ামী লীগকে পুনর্বাসন করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তিনি বলেন, ‘একটি মহল আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের ফায়দা হাসিলের লক্ষ্যে স্থানীয় পর্যায়ের অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে নিজেদের দলে একদিকে পুনর্বাসিত করছে অপরদিকে বিএনপির বিরুদ্ধে নানান অপপ্রচার ও মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই মহলটি আগামী নির্বাচনে ঘোলা পানিতে মাছ শিকারে ব্যস্ত রয়েছে। এরা বিভিন্ন লেবাসে ও বিভিন্ন পদ্ধতিতে গ্রামে-গঞ্জে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছে।’

শুক্রবার (অক্টোবর ১৭) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে ও বিকেলে সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরকরনজি হাইস্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা ও যুবসমাজের খেলাধুলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকার স্বাস্থ্যখাতকে লুটেপুটে খেয়েছে। হাসপাতালে সরঞ্জামাদি না কিনে বিল তুলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে স্বৈরাচারের দোসররা। ক্রীড়াঙ্গনকেও দলীয়করণে ছাড় দেয়নি তারা।’ রহমাতুল্লাহ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে আগামী দিনের রাষ্ট্র গঠনে স্বাস্থ্যখাত ও ক্রীড়াঙ্গনকে দলীয়করণ-দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের উপযোগী করে ঢেলে সাজানো হবে। যার সুফল দেশের সকল মানুষ ও যুবসমাজ প্রত্যক্ষভাবে ভোগ করবে।’ এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান। পৃথক কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর কর্মজীবী দলের আহ্বায়ক মো: আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন-কর্মজীবী দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম হাবিবুর রহমান, কর্মজীবী দল জেলা উত্তরের সভাপতি নাজমুল হুদা তালুকদার, জেলা দক্ষিণের সাদাম হোসেন ও ৩০ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। এছাড়া ক্রীড়া প্রতিযোগীতায় আরো উপস্থিত ছিলেন-চরকাউয়া ইউনিয়নের বিএনপির সাবেক আহ্বায়ক মামুন সরদার গনী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত তালুকদার, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব হাওলাদার ও সমাজসেবক কবির হাওলাদার  প্রমুখ।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু