Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৪:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম 
Sunday September 14, 2025 , 4:10 pm
Print this E-mail this

ভিসা ফি দিতে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যেতে হবে

বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। চীনা দূতাবাস থেকে শনিবার (১৩ সেপ্টেম্বর) এক নোটিশে এই পরিবর্তনে বিষয়ে জানিয়েছে। বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদনের জন্য চীনা দূতাবাসের নোটিশে বলা হয়েছে, অনলাইনে আবেদন ফর্মপূরণ করতে https://www.visaforchina.cn/ – এ চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং সিস্টেমের চাহিদা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। অনলাইন আবেদন জমা দেওয়ার পরে প্রাথমিক পর্যালোচনা আসবে। আবেদনকারীরা চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারের ওয়েবসাইটে তাদের আবেদনের পর্যালোচনা দেখতে পারবেন। যদি প্রাথমিক পর্যালোচনার ফলাফল ‘সংশোধন করা’ বা ‘পরিপূরক নথিগুলি সরবরাহ করা’ হয় তবে তাদের অবিলম্বে আবেদনটি ‘পরিপূরক’ বা ‘সংশোধন’ করতে হবে এবং এটি পুনরায় জমা দিতে হবে। এরপরে আবেদনটি আবারও প্রাথমিক পর্যালোচনা করবে। যদি প্রাথমিক পর্যালোচনার ফলাফল ‘ভিডিও সাক্ষাতকারের সময়সূচি’ হয়, তবে একটি সাক্ষাতকারের সময়সূচি নির্ধারণ করতে হবে এবং নির্ধারিত সময়ে দূতাবাসে ব্যক্তিগত সাক্ষাতকারে অংশ নিতে হবে। যদি প্রাথমিক পর্যালোচনার ফলাফল ‘অনলাইন পর্যালোচনা সম্পন্ন’ দেখায়, তাহলে প্রাথমিক পর্যালোচনা অনুমোদিত হয়েছে। আবেদনকারী বা তাদের প্রতিনিধিদের তাদের পাসপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে, বায়োমেট্রিক তথ্য (যেমন আঙুলের ছাপ) দিতে হবে এবং ভিসা ফি দিতে চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যেতে হবে। এক্ষেত্রে কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। নোটিশে বলা হয়, ১৪ বছরের কম বয়সী বা ৭০ বছরের বেশি বয়সের আবেদনকারী, যারা গত ৫ বছরের মধ্যে একই পাসপোর্টের সঙ্গে আঙুলের ছাপ দিয়েছেন, যারা ১০টি আঙুলের জন্য ছাপ দিতে অক্ষম এবং যারা আগামী ৩১ ডিসেম্বরের আগে একক বা ডাবল এন্ট্রির জন্য স্বল্পমেয়াদি ভিসার জন্য আবেদন করেছেন (১৮০ দিনের কম সময়ের জন্য অবস্থান করার) তাদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। তারা অন্য কাউকে তাদের পক্ষে তাদের কাগজপত্র জমা দেওয়ার অনুমতি দিতে পারেন। আবেদনকারীরা পিকআপ ফর্মে উল্লিখিত প্রত্যাশিত তারিখে তাদের ভিসা সংগ্রহ করতে পারবেন। সাধারণত আবেদনকারীরা প্রত্যাশিত সংগ্রহের তারিখে তাদের ভিসা পেয়ে থাকেন। অনলাইন আবেদন সফলভাবে জমা দেওয়ার পরে, প্রাথমিক পর্যালোচনার ফলাফল সাধারণত এক কার্যদিবসের মধ্যে সরবরাহ করা হবে বলে জানায় দূতাবাস। ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার দিন থেকে শুরু করে, নিয়মিত প্রক্রিয়াকরণে সাধারণত ৪ কর্মদিবস লাগে, যখন জরুরি প্রক্রিয়াকরণ ভিসা সংগ্রহের জন্য তিন কর্মদিবস সময় প্রয়োজন হয়। ভিসা প্রাপ্তির জন্য এজেন্সিগুলোকে প্রাথমিক পর্যবেক্ষণে প্রত্যাখ্যান হওয়ার পরে ৩ কর্মদিবসের মধ্যে সহায়ক কাগজপত্র বা আবেদন ফর্ম সংশোধন করতে হবে, এরপর প্রাথমিক অনুমোদনের পরে দুই কর্মদিবসের মধ্যে ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দিতে হবে এবং ভিসা সেন্টার পাসপোর্ট সংগ্রহের পরে এক কর্মদিবসের মধ্যে আবেদনকারীদের ভিসা সরবরাহ করবে। আবেদনকারী ব্যক্তি যদি ভিসার জন্য কোনো এজেন্সির সহায়তা নিতে আগ্রহী হন, তাহলে বিলম্ব এড়াতে উল্লেখিত সময়সীমা অনুসারে নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে চীনা দূতাবাস।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার