Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১২:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে স্বেচ্ছা কারাবরণের জন্য থানায় অবস্থান শিক্ষার্থীদের 
Tuesday August 19, 2025 , 10:07 pm
Print this E-mail this

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে গত ২৩ দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন

বরিশালে স্বেচ্ছা কারাবরণের জন্য থানায় অবস্থান শিক্ষার্থীদের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বেচ্ছা কারাবরণের জন্য বরিশাল নগরীর কোতোয়ালী মডেল থানা চত্বরে শিক্ষার্থীদের নিয়ে অবস্থান করছেন স্বাস্থ্য সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি।মঙ্গলবার (আগস্ট ১৯) সন্ধ্যা ৬টা থেকে শিক্ষার্থীরা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। থানায় অবস্থান নেওয়া মহিউদ্দিন রনি বলেন, স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে গত ২৩ দিন ধরে আমরা আন্দোলন করছি। আন্দোলনে আমাদের ওপর দফায় দফায় হামলা হয়েছে। আমরা মামলা করতে চেয়েছি। কিন্তু আমাদের পক্ষ থেকে পুলিশ মামলা এমনকি জিডিও নেয়নি। আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা স্মারকলিপি দেওয়ার জন্য নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কে অবস্থান নেয়। সেখান থেকে নারীসহ কয়েকজনকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে বলেও জানান রনি। তিনি বলেন, তাদের মধ্যে একজন জুলাই যোদ্ধা সুহানকে পুরোনো একটা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। ২০১৮ সালের একটি ছবি পুলিশ কমিশনার বলছেন, সে নাকি ডেভিল, ছাত্রলীগের ক্যাডার। আমাকেও (রনি) গ্রেপ্তারের জন্য নাকি ধাওয়া করেছে। তাই আমিসহ সকল শিক্ষার্থী থানায় এসেছি। আমাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। নয়তো সুহানকে ছাড়তে হবে। এ সময় রনি পুলিশ কমিশনারকে সরাসরি এসে কথা বলতে হবে বলেও দাবি করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৯টায় রনি থানা চত্বরে অবস্থান করছেন। থানা ভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা থানার ওসির কক্ষে সভা করছেন। পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এমনকি কেউ ফোনও রিসিভ করেননি।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার