Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ৩, ২০২৫ ৫:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্কাদার লেকে লাল শাড়িতে বাঙালি সাজে তাসনিয়া ফারিণ 
Saturday August 16, 2025 , 2:51 pm
Print this E-mail this

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘দূরের আকাশ আর আমি তুমি’

স্কাদার লেকে লাল শাড়িতে বাঙালি সাজে তাসনিয়া ফারিণ


মুক্তখবর বিনোদন ডেস্ক : কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন তিনি। এবার লাল শাড়িতে বাঙালি সাজে এই অভিনেত্রী দেখা গেল বিখ্যাত স্কাদার লেকে। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তের এ লেক থেকে ছয়টি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন ফারিণ। এসময় লাল শাড়ি পরে নৌকায় ঘুরতে দেখা যায় অভিনেত্রীকে। ছবিগুলোর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘দূরের আকাশ আর আমি তুমি’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। এই পোস্টের মন্তব্যের ঘরে ফারিণের সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা। একজন লেখেন, ‘শাড়িতে বেশ সুন্দর লাগছে।’ আরেকজনের মন্তব্য এমন, ‘প্রিয় অভিনেত্রীকে অসাধারণ লাগছে।’ স্কাদার লেক থেকে একটি ভিডিও পোস্ট করেন ফারিণ। সেখানে দেখা যায়, নৌকায় করে ঘোরার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার বেলা যে যায় সাঁঝবেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে’ গান গাইছিলেন তিনি। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তার অভিষেক হয় ফারিণের। ছোট পর্দা পেরিয়ে এ পর্যন্ত ৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে ‘আরও এক পৃথিবী’ সিনেমা দিয়ে টালিউড অভিষেক হয়েছে তার। এরপর মুক্তি পায় তার সিনেমা ‘ফাতিমা’। সবশেষে গত ঈদে মুক্তি পায় তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী