Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২৭, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা 
Monday August 4, 2025 , 6:41 pm
Print this E-mail this

থানায় একটি অপমৃত্যু মামলা-মো: শফিকুল ইসলাম, ওসি, মুলাদী থানা

বরিশালে প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মুলাদীতে দুবাই প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন স্ত্রী আফরিন আক্তার দিপুমনি। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আফরিন আক্তার দিপুমনি মধ্য গাছুয়া গ্রামের দেলোয়ার হোসেন সরদারের মেয়ে এবং একই গ্রামের আব্দুস ছত্তার সরদারের স্ত্রী। তিনি তাঁর নানা বোরহান খন্দকারের বাড়িতে বেড়াতে গিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানান পরিবারের সদস্যরা। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যায় গৃহবধূ আফরিন আক্তার দিপুমনি দুবাই প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ফোনে কথা বলেন। ওই সময় তাদের মধ্য কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৮টার দিকে দিপুমনি স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দেন। পরে পরিবারের লোকজন জানালা দিয়ে তাঁকে ঝুলতে দেখে থানায় খবর দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দিপুমনির খালা খাদিজা আক্তার লায়লা বলেন, ‘প্রায় সাড়ে ৩ বছর আগে দুবাই প্রবাসী আব্দুস ছত্তার সরদারের সঙ্গে দিপুমনির বিয়ে হয়। দিপুমনির বাবা ২য় বিয়ে করে হিজলা উপজেলায় বসবাস করায় তাঁর মা ঢাকায় চলে যান। বাবা-মায়ের দূরত্ব এবং স্বামী প্রবাসে থাকায় তিনি বেশিরভাগ সময় নানার বাড়িতে থাকতেন। কয়েক দিন ধরে তাঁকে বিষণ্ন দেখাচ্ছিল এবং কিছু বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি চলছিল। এর জেরে গতকাল রবিবার রাতে ঘরের দরজা বন্ধ করে সে আত্মহত্যা করে। ওই সময় তাঁর স্বামী ভিডিও কলে ছিলেন।’ বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, ‘স্বামীর সঙ্গে মান অভিমান করে তাকে ভিডিও কলে রেখে গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং গৃহবধূর মোবাইল ফোন জব্দ করে তদন্ত করা হচ্ছে।’ তবে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।




Archives
Image
বরিশালে মান্তা সম্প্রদায়ের নৌবহরে চারুকলার আর্ট ক্যাম্প
Image
দুই লঞ্চের সংঘর্ষ : নিহত চারজনের লাশ শনাক্ত, আটক ৪
Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Image
বরিশালে ফুটপাতে পিঠা বিক্রেতাকে আয়কর রিটার্নের নোটিশ!
Image
বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বিপর্যস্ত জনজীবন