দেশের বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
কেবিনে নেওয়া হলো লোকসংগীতের সম্রাজ্ঞী ফরিদা পারভীনকে
মুক্তখবর বিনোদন ডেস্ক : দেশের বরেণ্য কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।সোমবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন এই শিল্পীকে রোববার (১৩ জুলাই) রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। গুরুতর শ্বাসকষ্ট ও কিডনিসহ নানা জটিলতায় ভুগতে থাকা একুশে পদকপ্রাপ্ত এই ফরিদা পারভীনকে ৫ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ জুলাই গঠন করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড। এরপরই শিল্পীকে নেওয়া হয় আইসিইউতে। ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নূমানী জানান, রোববার রাতে তার মাকে কেবিনে নেওয়া হয়েছে। আগের তুলনায় তিনি এখন ভালো আছেন। চিকিৎসকরা তাদের জানিয়েছেন, ভিজিটর কমাতে হবে যেন পুরোপুরি তার মা সুস্থ হয়ে উঠতে পারেন। তিনি তার মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। স্বামী, বিশিষ্ট যন্ত্রশিল্পী গাজী আবদুল হাকিমও জানালেন আশার কথা। তিনি বলেন, রোববার দুপুরে ওর (ফরিদা পারভীন) সঙ্গে কথা হয়েছে। ধীরে ধীরে কথা বলছেন। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, শ্বাসকষ্টের পাশাপাশি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং রক্তে সংক্রমণও ধরা পড়েছে। কিডনি বিকল হয়ে যাওয়ায় সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হচ্ছে তাকে। লোকসংগীতের সম্রাজ্ঞী ফরিদা পারভীন দেশের সংগীতে অমূল্য অবদান রেখে গেছেন। এই অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮৭ সালে তিনি একুশে পদক পান। ১৯৯৩ সালে প্লেব্যাকের জন্য অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।