|
বাড়ি ফিরলেও চিকিৎসা ও ওষুধ খরচ চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পা হারানো সাগরের পাশে দাঁড়িয়েছেন বরিশালের জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন। মানবিক সহানুভূতির জায়গা থেকে জেলা প্রশাসক সাগরের চিকিৎসার জন্য সরকারি তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন। জানা গেছে, চলতি বছরের (মে ১১) বরিশাল নগরীর পশ্চিম বগুড়া জিয়া সড়ক এলাকার বাসিন্দা মো: সাগর (২৮) এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার একটি পা কেটে ফেলতে হয়। দীর্ঘ চিকিৎসা শেষে দুই মাস পর তিনি বাড়ি ফিরলেও চিকিৎসা ও ওষুধ খরচ চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। সাগরের মা মরিয়ম বেগম জানান, “হাসপাতালে থাকতে যেটুকু সহায়তা মিলেছে, এখন বাড়িতে ফিরেই বুঝতে পারছি প্রতিটি পদক্ষেপে খরচের বোঝা। আমাদের পক্ষে এই ব্যয় সামলানো খুব কষ্টকর।” সাগরের পরিস্থিতি তুলে ধরে একটি চিকিৎসা সহায়তার আবেদন করা হয়। ওই আবেদনের সূত্র ধরে বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা মো: সাজ্জাদ পারভেজ বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনেন। জেলা প্রশাসক তৎক্ষণাৎ সাগরের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, “সাগরের বিষয়টি জানার পর জেলা প্রশাসক স্যার দ্রুত সাড়া দেন এবং সরকারি তহবিল থেকে সহায়তা দেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।” এসময়, ৮৪ ইভেন্ট গ্রুপের পক্ষ থেকে আরও একজনকে সেলাই মেশিন ও তিনজনকে কফি বিক্রির সরঞ্জাম বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন বলেন, “সাগরের অবস্থার কথা শুনে খুবই মর্মাহত হয়েছি। আমি চেষ্টা করেছি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সহায়তা করতে। সমাজের সকলেরই উচিত এই ধরনের মানুষের পাশে দাঁড়ানো।” উল্লেখ্য, দুর্ঘটনার আগে সাগর পিকআপ চালিয়ে সংসার চালাতেন। বর্তমানে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ায় পরিবারের আর কোনো উপার্জনের উৎস নেই। বৃদ্ধ পিতা-মাতাসহ পুরো পরিবার এখন রয়েছে আর্থিক সংকটে। সাগরের পরিবার সমাজের হৃদয়বান মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, চিকিৎসা, কৃত্রিম পা ও ভবিষ্যতের কোনো কর্মসংস্থানের মাধ্যমে যেন সাগর তার পুরনো জীবন আবার ফিরে পায়। সমাজের সম্মিলিত মানবিক সহায়তা একটি পা হারানো সাগরের জীবনে হতে পারে নতুন আশার আলোকবর্তিকা।
Post Views: ০
|
|