Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৭:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বেতন নিয়ে গোলযোগ, কাজ করছেন না বিসিসির অস্থায়ী কর্মচারীরা 
Wednesday May 28, 2025 , 11:31 pm
Print this E-mail this

নগরীর ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড বন্ধ

বেতন নিয়ে গোলযোগ, কাজ করছেন না বিসিসির অস্থায়ী কর্মচারীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বেতন নিয়ে গোলযোগ সৃষ্টি হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর অস্থায়ী কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছেন। এর ফলে বুধবার (মে ২৮) সন্ধ্যার পর থেকে মধ্যরাত অবধি বরিশাল নগরীর ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতার কাজসহ বিভিন্ন ধরণের সেবামূলক কর্মকাণ্ড বন্ধ রয়েছে। জানা গেছে, ঈদের পূর্বে বুধবার বিসিসির কয়েকশত অস্থায়ী কর্মচারীদের বেতন দেওয়া হয়। কর্মীদের অভিযোগ, তাদের ৩০ দিনের স্থলে ২২ দিনের বেতন দেওয়া হয়েছে। কেটে নেওয়া হয় আট দিনের বেতন। এতে ক্ষোভে ফেটে পড়েন পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিভাগের অস্থায়ী কর্মীরা। তাদের দাবি প্রতিদিনই তারা নগরীকে পরিচ্ছন্ন রাখতে নিরলস কাজ করছেন, এমনকি শুক্রবারসহ বন্ধের দিনেরও তাদের কাজ করতে হয়। অন্যান্য কর্মচারীরা যদি শুক্রবার কাজ না করে বেতন নিতে পারেন তবে তাদের বেতন কেন কেটে নেওয়া হবে। এ নিয়ে ক্ষুব্ধ কর্মীরা নগরীতে বিক্ষোভও করেন। এ বিষয়ে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দৈনিক ভিত্তিতে নিয়োজিত শ্রমিক মাসে ২২ দিনের বেশি সময়ের জন্য কোনোভাবে নিয়োজিত রাখা যাবে না। আর সেই নির্দেশনা অনুযায়ী তাদের বেতনও দেওয়া হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে আমাদের কিছুই করণীয় নাই। কেউ কাজ না করলে সেটা তাদের ব্যাপার। এদিকে অস্থায়ী শ্রমিক বা দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় এরই মধ্যে নগরীতে ময়লার স্তূপ বনে গেছে। রাতেই দেখা গেছে নগরীর নাজির মহল্লা সংলগ্ন সদর রোডে ময়লার স্তূপ। ময়লা জমে গেছে কাউনিয়া প্রধান সড়ক পানির ট্যাংকির সামনে, জানকি শিং রোডে। কুকুর বিড়ালে ময়লাগুলো টেনে টেনে খাচ্ছে। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা