Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিম্নচাপে সাগর উত্তাল, বৃষ্টি থাকতে পারে সারাদিন 
Thursday May 29, 2025 , 12:01 pm
Print this E-mail this

বাংলাদেশের উপকূলীয় এলাকা জুড়ে ঝড়ো হাওয়ার শঙ্কা

নিম্নচাপে সাগর উত্তাল, বৃষ্টি থাকতে পারে সারাদিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা সারাদিন অব্যাহত থাকতে পারে। বৃষ্টি থাকতে পারে আগামীকালও। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বৃহস্পতিবার (২৯ মে) ভোর ৬টার দিকে নিম্নচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা জুড়ে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—সকল সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও রাজধানীসহ কিছু নগরীতে আংশিক জলাবদ্ধতা তৈরি হয়েছে। বিশেষত নিম্নাঞ্চলগুলোতে পানি জমে যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানায়, শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। এ সময় সাগর ও উপকূলীয় এলাকায় সতর্ক অবস্থান বজায় রাখতে হবে।




Archives
Image
বরিশালে ধর্ষণের পর হত্যার ঘটনায় দু’জনের ফাঁসি
Image
হাফপ্যান্ট পরায় ক্যাফেটেরিয়ার ম্যানেজারকে সূর্য সেন হলের ভিপির সতর্কবার্তা
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম