Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৪:০৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে 
Saturday May 17, 2025 , 4:17 pm
Print this E-mail this

জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে

হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব জানান, এ মামলায় গত ৬ মে অভিযোগপত্র আমলে নেন আদালত। তবে ৫ মে মিল্টনের মা মারা গেছেন জানিয়ে তাদের পক্ষে সময় আবেদন করা হয়। আদালত সেই আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর শনিবার স্ত্রীসহ মিল্টন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। পরদিন ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় মিল্টন সমাদ্দারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ৫ মে তাকে মানবপাচার আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে কারাগারে থাকা অবস্থায় মারধরের আরেক মামলায় মিল্টনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন তিনি। তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় তার সঙ্গে তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করা হয়।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা