Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৭:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চিকিৎসকের 
Sunday May 4, 2025 , 4:29 pm
Print this E-mail this

পিকআপভ্যান ও মোটরসাইকেল থানায় আটক, এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি

বরিশালে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল চিকিৎসকের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে শরিফুজ্জামান মাহিন নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। রোববার (মে ৪) সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। নিহত শরিফুজ্জামান মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি মুগদা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে একটি প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করতেন। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মুগদা মেডিকেল কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে ভুরঘাটা একটি ক্লিনিকে রোগী দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মাহিন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সকালে মারা যান মাহিন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: আমিনুর রহমান বলেন, দুর্ঘটনায় এক চিকিৎসক নিহত হয়েছেন। পিকআপভ্যান ও মোটরসাইকেল থানায় আটক রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা