Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গুচ্ছে থাকছে না ববি, ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে 
Thursday January 23, 2025 , 3:41 pm
Print this E-mail this

স্থায়ীভাবে একজন মনোরোগ বিশেষজ্ঞ রাখার দাবি শিক্ষার্থীদের

গুচ্ছে থাকছে না ববি, ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় থাকছে না বরিশাল বিশ্ববিদ্যালয়। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে তারা। বুধবার (জানুয়ারি ২৩) এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সই করা ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্বতন্ত্র নিজস্ব ব্যবস্থাপনায় হবে। তিনি বলেন, গতকাল একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সরকার থেকে চাওয়া হয়েছে আমরা গুচ্ছে থাকি, কিন্তু সভায় সবাই একমত পোষণ করেন যে কোয়ালিটি নিশ্চিত করার জন্য আমাদের স্বতন্ত্রভাবে পরীক্ষা নেওয়া উচিত। রেজিস্ট্রার বলেন, গুচ্ছের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে এবং আমাদের সেশনজট তৈরি হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করা, দীর্ঘসূত্রতা কাটিয়ে ওঠা ও কোয়ালিটি স্টুডেন্ট পাওয়া-এ তিন কারণেই আলাদাভাবে স্বতন্ত্র ব্যবস্থাপনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপাচার্য অধ্যাপক শুচিতা শরমিন বলেন, আমরা গুচ্ছ থেকে সরে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে চাই। এরইমধ্যে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নোটিশ আকারে জানিয়ে দিয়েছি। এর আগে আমরা এ নিয়ে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম। শিক্ষকেরা এ নিয়ে জোরালো সমর্থন দিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে একজন মনোরোগ বিশেষজ্ঞ রাখার দাবি করেছেন শিক্ষার্থীরা। বুধবার (জানুয়ারি ২২) বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শিফা নুর ইবাদির মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। এ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিফা নুর ইবাদির মরদেহ গত ৯ জুন গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের করিডোরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।তাঁর মৃত্যুতে দোয়া ও মোনাজাতের আগে বক্তব্যে শিক্ষার্থীরা এ দাবি জানিয়েছেন। এছাড়া দোয়া ও মোনাজাতে উপস্থিত শিক্ষার্থীর বাবা শাহজাহান রাঢ়ি কন্যার আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন। একই দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ইমরান হোসেন বলেন, শিফা নুর ইবাদিকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। কে বা কারা এটা করেছে, এর অনুঘটক কারা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত নিজে থেকে তা উদঘাটন করা। দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে কোষাধ্যক্ষ মো: মামুন অর রশিদ বলেন, তোমরা একটা কথা মনে রাখবে তুমি শুধু তোমার না, তুমি তোমার পরিবারের এবং আমাদের সবার। তোমরা সবার সঙ্গে সবার যোগাযোগ রাখবে। উপ-উপাচার্য ড. গোলাম রাব্বানী বলেন, শিক্ষার্থীদের সব সমস্যা সমাধানে পাশে রয়েছি। শিক্ষার্থীদের দাবি মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। আমরা বিষয়টি নিয়ে কাজ করবো। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলামের সঞ্চালনায় মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এটিএম রফিকুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: ফরহাদ উদ্দিনসহ শিক্ষার্থীরা। দোয়া ও মোনাজাতে শিফা নুর ইবাদির আত্মার মাগফেরাত কামনা করা হয়।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা