Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জলাভূমি ‘প্রকৃতির স্পঞ্জ’ ও ‘প্রকৃতির কিডনি’ হিসেবে কাজ করে 
Thursday December 19, 2024 , 11:19 pm
Print this E-mail this

“নগরীর জলাশয়ের দুরবস্থা এবং সংরক্ষণে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা

জলাভূমি ‘প্রকৃতির স্পঞ্জ’ ও ‘প্রকৃতির কিডনি’ হিসেবে কাজ করে


বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি “বেলা”র আয়োজনে বরিশালে “নগরীর জলাশয়ের দুরবস্থা এবং সংরক্ষণে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (ডিসেম্বর ১৯) নগরীর সদর রোডস্থ বিডিএস মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। রনজিৎ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো: রেজাউল বারী, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বেলা’র বরিশাল বিভাগের সমন্বায়ক লিঙ্কন বায়েন।এরপর “নগরীর জলাশয়ের দুরবস্থা এবং সংরক্ষণে করণীয়” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন, বেলার নেটওয়ার্ক সদস্য ও রানের নির্বাহী পরিচালক মো: রফিকুল আলম ।তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন, জলাভূমি উচ্চ উৎপাদনশীল একটি বাস্ততন্ত্র। যা অর্ধেক জনসংখ্যার প্রধান খাদ্য উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে। এটা খাদ্য উৎপাদনশীলতার ২৪% নিয়ন্ত্রণ করে। বিশ্বের আহরিত মাছের দুই-তৃতীয়াংশ আসে জলাভূমি থেকে। মোট কথা, জলাভূমি ‘প্রকৃতির স্পঞ্জ’ ও ‘প্রকৃতির কিডনি’ হিসেবে কাজ করে। উন্মুক্ত আলোচনায় বরিশালের সুধীজনরা বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতা ও নির্লিপ্ততায় বরিশালের একের পর এক পুকুর, খাল, নদী দখল ও দূষণের কবলে পড়েছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অঞ্চলের জলাশয়-জলাভূমি রক্ষা করা অতীব জরুরি। সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উচিত জলাশয়গুলো সরেজমিন পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। সেইসাথে পরিবেশ সংরক্ষণ আইনকেও যথাযথ কার্যকর করার তাগিদ দিয়েছেন। বক্তব্য রাখেন-সাংবাদিক সুশান্ত ঘোষ, মো: তৌহিদুল ইসলাম শাহাজাদা, জিয়া উদ্দিন বাবু, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস, মো: আঃ রব, বিমল মুখার্জী, শুভংকর চক্রবর্তী, মো: খোরশেদ আলম, সুপ্রিয় দত্ত, রেহানা ইয়াসমীন, বেবী জেসমিন, কেএসএ মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), আনোয়ার জাহিদ, অধ্যক্ষ মো: আ: মোতালেব হাওলাদার প্রমুখ।




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু