Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু 
Tuesday December 17, 2024 , 1:21 pm
Print this E-mail this

লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার শেবামেক হাসপাতালে প্রেরণ

বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বানারীপাড়া-বরিশাল মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত ইজিবাই যাত্রী ও বন্দর বাজারের তরুণ মাছ ব্যবসায়ী ডিপ্লোমা প্রকৌশলী সুসান্ত রায় চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু হয়েছে। সোমবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করে সুসান্তর পরিবার ও বন্দর বাজারের মাছ ব্যবসায়ী নান্টু রায় বলেন, সোমবার বিকেল অনুমান পৌনে ৩টার দিকে সুসান্ত রায় (২৮) নেছারাবাদ থেকে ফুলের চারা কিনে ইজিবাইকে সদর ইউনিয়নের আলতা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় বানারীপাড়া-বরিশাল মহাসড়কের মাছরং ব্রিজের ঢালে বিপরিত দিক থেকে আসা ও নেছারাবাদগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং সুসান্ত রায় ও চালক সমির রঞ্জন আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবামেক হাসপাতালে রেফার করেন। ওই দিন বিকেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পর রাত অনুমান সাড়ে ১০টার দিকে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করেন। এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: মোস্তফা বলেন, সড়ক ঘটনায় নিহত সুসান্তর পরিবার থেকে এখনও কোন অভিযোগ পাওয়া না গেলেও ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এছাড়া ওই ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার বরিশাল শেবামেক হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান।




Archives
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের