Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা 
Wednesday December 11, 2024 , 7:13 pm
Print this E-mail this

অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা-ওসি মো: অলিউল ইসলাম

শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া বরিশালের আগৈলঝাড়ার সাগর হাওলাদারের বাবার ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবারের (ডিসেম্বর ১০) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার গুলিবিদ্ধ হয়ে শহিদ হন বরিশালের আগৈলঝাড়ার বাগধা গ্রামের সাগর হাওলাদার। তার বাবা বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নৈহরী প্রহরী নুরুল হক হাওলাদার মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সামনে হামলার শিকার হন। আহত নুরুল হক হাওলাদার বলেন, বখাটে জহিরুল মিয়া কিছুদিন আগে থেকে আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে আমার ওপর পরিকল্পিতভাবে হামলা করে। জহিরুলের বাবা মাওলানা জাকারিয়া মিয়া বলেন, আমার ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: অলিউল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২৩ জুলাই সন্ধ্যার পর দোকান থেকে বাসার উদ্দেশে রওনা হলে সংঘর্ষের মাঝে পরে দুই পায়ে গুলিবিদ্ধ হয় সাগর। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই রাতে মৃত্যু হয় তাঁর। পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনতে মৃত্যুর ৬ মাস আগে কাউকে না জানিয়ে ঢাকায় যান সাগর।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
শহীদ মিনারে লালন সংগীতশিল্পী ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা
Image
যাবজ্জীবন বন্দিদের সাজা কমিয়ে মুক্তি দিতে চায় সরকার