Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ২ সন্তানসহ স্ত্রীকে ‘পাচারের অভিযোগে’ বরিশালে স্বামীর মামলা 
Sunday December 1, 2024 , 9:07 pm
Print this E-mail this

চাকরির ইন্টারভিউর কথা বলে মিথুনের স্ত্রী ও সন্তানদের নিয়ে যান জেলাল

২ সন্তানসহ স্ত্রীকে ‘পাচারের অভিযোগে’ বরিশালে স্বামীর মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গত ১৩ দিন ধরে নিখোঁজ স্ত্রী, শিশু ছেলে ও কন্যাকে ‘পাচারের অভিযোগে’ মামলা করেছে মেহেদি হাসান মিথুন নামে এক ব্যক্তি। রোববার (ডিসেম্বর ১) বরিশাল মানবপাচার ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন। ট্রাইব্যুনালের বিচারক মো: সোহেল আহমেদ মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।মামলার বাদী মেহেদি হাসান মিথুন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর সন্তোষপুর গ্রামের বাসিন্দা ও রড সিমেন্ট বিক্রেতা। তার স্ত্রী রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিষয়ে ছাত্রী। মিথুনের মেয়ের বয়স ৪, ছেলের বয়স দেড় বছর।পাচারের অভিযোগে দায়ের করা মামলায় মিথুন আসামি করেছেন কুড়িগ্রামের রামরাম সেন এলাকার বাসিন্দা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিষয়ের ছাত্র জেলাল হোসেন (২৭), তার ভাই মো: বাদশা (৪৫), সালাম (৪২) ও আবুল কালাম (৩৮) এবং তাদের বাবা আজগর আলীকে। মামলার বরাতে বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, ২০১৯ সালে প্রেম করে বিয়ে করেন মিথুন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে তার স্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জেলাল হোসেনের পরিচয় হয়। জেলাল তাকে উচ্চ বেতনে বিদেশে চাকরির প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। গত ১৮ নভেম্বর চাকরির ইন্টারভিউর কথা বলে মিথুনের স্ত্রী ও সন্তানদের নিয়ে যান জেলাল। এরপর থেকে তাদের কোনো খোঁজ নেই। বাদীর ধারণা তার স্ত্রীকে পতিতাবৃত্তি ও অন্য কোনো যৌনশোষন বা নিপীড়নের উদ্দেশ্যে পাচার করেছেন জেলাল। তা ছাড়া তার দুই সন্তানকে বিক্রি করেছেন অথবা মেরে ফেলেছেন।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
বরিশাল-৫ আসনে মনোনয়ন চান বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা
Image
বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন