Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অবশেষে বরিশালের বাকপ্রতিবন্ধী নাসরিন ফিরে পেল তার মা-বাবাকে 
Saturday August 26, 2017 , 1:12 pm
Print this E-mail this

অনেক খোঁজাখুঁজিরর পর অবশেষে বৃহস্পতিবার মেয়েটির বাবা মায়ের খোঁজ পাওয়া যায়

অবশেষে বরিশালের বাকপ্রতিবন্ধী নাসরিন ফিরে পেল তার মা-বাবাকে


স্টাফ রিপোর্টার : বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেনের সর্বাত্মক প্রচেস্টায় অবশেষে বাকপ্রতিবন্ধী নাসিরিন ফিরে পেল তার মা-বাবাকে।আর এ জন্য বেশ কিছুদিন যাবত তিনি ফেসবুকে পোষ্ট দেয়াসহ নানা কার্যক্রম চালানোর পরে অবশেষে তিনি সফল হন নাসরিনকে তার মা-বাবার হাতে তুলে দিতে।শুক্রবার দৃপুর ২ টার সময় বাকপ্রতিবন্ধী নাসরিনের বাবা বরিশাল কর্নকাঠি নিবাসী মোঃহামিদ ও মা রেহেনা বেগমের কাছে তাকে হস্তান্তর করেন বরিশালের এডিসি (সার্বিক) মোঃ জাকির হোসেন।এসময় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, সমাজসেবা অফিসের সাজ্জাদ পারভেজ, সমাজকল্যান অফিসের উপরস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সমাজকল্যাণ কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, বেশ কিছুদিন পূর্বে কোতয়ালী মডেল থানার এএসআই কামরুল হাসান মেয়েটিকে রুপাতলী থেকে উদ্ধার করে আমাদের সমাজকল্যাণ অফিসে নিয়ে আসে।অনেক খোঁজাখুঁজিরর পর অবশেষে বৃহস্পতিবার মেয়েটির বাবা মায়ের খোঁজ পাওয়া যায়।পরে শুক্রবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।জানা যায়, নাসরিন (১৫) কথা বলতে পারে না, কানেও কম শোনে।তবে সে কিছু কিছু লিখতে পারে, তবে তাও এলোমেলো।সে গত ৫ মাস ধরে বরিশাল নগরীর কাশিপুর মহিলা অধিদপ্তরের, মহিলা সহায়তা কর্মসূচি আশ্রায়ন কেন্দ্রে রয়েছে কিন্তু ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না।সে ঠিকানা মনে করে লিখতে পারে না।শুধু লিখতে পারে তার নাম নাসরিন, বোন- ময়না, ভাই-জাহিদ,বাবা-হামেদ এবং মা-রেহেনা।বাবা মসজিদের ইমাম ইঙ্গিতে বুঝিয়েছে।উল্লেখ্য, গত ২৭ মার্চ ২০১৭ কোতয়ালী মডেল থানা পুলিশ মেয়েটিকে রূপাতলী বাস স্ট্যান্ডে এক মহিলার মাধ্যমে পেয়ে মহিলা সহায়তা কর্মসূচি কেন্দ্রে হস্তান্তর করে।তারপর থেকে নানাভাবে চেষ্টা করা হয় তার ঠিকানা উদ্ধারের জন্য।

 




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২