Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণমাধ্যমকে তথ্য না দিতে বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নোটিশ 
Thursday November 14, 2024 , 9:57 pm
Print this E-mail this

সিটি কর্পোরেশনের চাকরির শৃঙ্খলার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

গণমাধ্যমকে তথ্য না দিতে বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নোটিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) সংশ্লিষ্ট কোনো বিষয়ে গণমাধ্যম, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য না দিতে নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার (নভেম্বর ১২) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: রেজাউল বারী সই করা এক নোটিশে এ আদেশ জারি করা হয়। অফিস আদেশে বলা হয়, বিসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাদে কোনো কর্মকর্তা-কর্মচারী সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়ে গণমাধ্যম/ব্যক্তি/প্রতিষ্ঠানকে তথ্য প্রদান করলে প্রচলিত চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার এমন আদেশ জারির পর থেকে বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো বিষয়ে কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়। সেক্ষেত্রে বারবার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন দেওয়া যায় না। বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনা করা দরকার। এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সিটি কর্পোরেশনের চাকরির শৃঙ্খলার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু