|
ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট, দুর্ব্যবহারসহ বিস্তার অভিযোগে
বরিশালে অধ্যক্ষর অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগে বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ এহতেশামুল হকের অপসারণের দাবিতে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। দুপুর একটার দিকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষর অপসারণের দাবি করেন। পরবর্তীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষ নানা অনিয়মের বিরুদ্ধে মহানগর পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা সচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ এখনো স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করছে। এছাড়াও তার (অধ্যক্ষ) বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট, দুর্ব্যবহারসহ বিস্তার অভিযোগ রয়েছে। এতদিন তার এসব অনিয়মের প্রতিবাদ করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি থেকে বরখাস্তসহ এসিআর খারাপ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ এহতেশামুল হক কলেজে অনুপস্থিত ছিলেন। তবে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেন জানান, শিক্ষার্থীদের অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়া গেলে বিধিঅনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ পাঠানো হবে।
Post Views: ০
|
|