|
ব্রাক’র শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবি
বরিশালে নতুন কারিকুলামে অসঙ্গতি দূর করার দাবি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ, পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়নের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (জানুয়ারি ২৬) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়। এসময় বক্তারা ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবি জানান। জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক লোকমান হাকিমের সভাপতিত্বে বক্তব্য দেন-মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, মাওলানা মুফতি নিজাম উদ্দিন, মাওলানা কাউসারুল ইসলাম, আহসান হাবিব, মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, প্রচলিত শিক্ষা কারিকুলামকে বাস্তবসম্মত সংশোধন, ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সকল বিষয় দূর করতে হবে। হিজড়াদের অধিকারের নামে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা বন্ধ করতে হবে। পাশাপাশি অবিলম্বে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুনর্বহালের দাবি জানান তারা।
Post Views: ০
|
|