Current Bangladesh Time
শুক্রবার মে ১০, ২০২৪ ১:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার 
Thursday March 28, 2024 , 5:09 pm
Print this E-mail this

আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন

পটুয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীতে আবু জাফর মোল্লা (৬৫) নামে একজনকে হত্যার অভিযোগে রুনা বেগম (৪০) ও ফয়জর মোল্লা (৫০) নামের দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (মার্চ ২৭) সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কেশবপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এইদিন রাত ৯ টায় পটুয়াখালী সদর ওসি মো: জসিম নিশ্চিত করে বলেন,

গত ১২ মার্চ কেশবপুর গ্রামে একটি মাঠের মধ্যে আবু জাফর মোল্লা (৬৫) নামে একজনের মৃতদেহ পাওয়া যায়। পরে নিহতের ছেলে কবির মোল্লা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে ফয়জর মোল্লাকে ও রুনা বেগমকে গ্রেপ্তারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তারা জানায়, মৃত জাফর মোল্লার সাথে রুনা বেগমের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিলো। বিষয়টি তার স্বামী জেনে যাওয়ায় স্বামী-স্ত্রী মিলে জাফর মোল্লাকে হত্যার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পিভাবে ১২ মার্চ বাড়ির পিছনে মাঠে নিয়ে তারা জাফর মোল্লাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। ওসি জসিম আরও জানান, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আমাদের চৌকস টিম মাঠে কাজ করে ক্লুলেস এ হত্যাকাণ্ডটির রহস্য উদঘাটন করেছে। দীর্ঘদিন থেকেই ফয়জর মোল্লা ওরফে হুমায়ন কবিরের স্ত্রী মোসা. রুনা বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন ৬৫ বছরের আবু জাফর মোল্লা। একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও স্ত্রীর প্রেমিক জাফরকে ফেরাতে পারেননি হুমায়ন কবির, যা নিয়ে হুমায়ন কবির ও রুনার সঙ্গে কলহ চলছিল। তাই জাফরকে মারধরের সিদ্ধান্ত নেন হুমায়ন কবির। এতে স্ত্রী রুনা বেগম প্রথম দিকে রাজি না হলে তাকে প্রাণনাশের ভয় দেখিয়ে বশে আনেন। পরিকল্পনামতে, গত ১১ মার্চ সন্ধ্যায় জাফরকে ফোনকলে বাড়ির পেছনে দেখা করতে বলেন রুনা। প্রেমিকার ফোনকলে নির্ধারিত সময়ে হাজির হন জাফর। এ সময় জাফর-রুনার মাঝে নানান কথার একপর্যায়ে রুনা কৌশলে প্রেমিককে মাঠের মাঝে নিয়ে যান। এ সময় হুমায়ন কবির উপস্থিত হয়ে জাফরকে মাটিতে শুয়ে হাতে থাকা দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। আদালতে এমনটাই স্বীকারোক্তি দিয়েছেন হুমায়ন কবির ও রুনা বেগম।




Archives
Image
সোহেল চৌধুরী হত্যা মামলা : আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
Image
এবার পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী
Image
রাজধানীতে মিলল ‘পুনর্জন্ম’র প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ
Image
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন