Current Bangladesh Time
সোমবার মে ২০, ২০২৪ ৯:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ভোলা মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে 
Sunday March 3, 2024 , 11:07 pm
Print this E-mail this

পণ্যবাহী ট্রাক সহ যাত্রীবাহী বাস আটকে পড়েছে, ভোগান্তেিত যাত্রীরা

বরিশাল ভোলা মহাসড়কে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল ভোলা মহাসড়কে টুঙ্গিবাড়িয়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালের ভিতর পড়ে গেছে। রাতে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ কারণে ব্রিজের দু’পাশে পণ্যবাহী ট্রাক সহ যাত্রীবাহী আটকে পড়েছে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কখন নাগাদ হবে এমন কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত জানা যায়নি। স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন। তথ্যমতে, বরিশাল ভোলা মহাসড়কে টুঙ্গিবাড়িয়া এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালের ভিতর পড়েছে। রাতে এ র্দুঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ কারণে ব্রিজের দু’পাশে পণ্যবাহী ট্রাক সহ যাত্রীবাহী বাস আটকে পড়েছে ভোগান্তেিত পড়েছে সাধারণ যাত্রীরা। ট্রাক চালক বলেন, এই রুটের সব জায়গাতেই ভাঙ্গা। আর এই ব্রিজটি গত ৩ বছর যাবৎ একই অবস্থা। রাতে গাড়িটি পারাপারের সময় ব্রিজটি ভেঙ্গে খালে পড়ে যায়। এ খবর পেয়ে ব্রিজের  ঠিকাদার সুজন ঘটনাস্থলে না এসে উল্টো ফোন বন্ধ করে রাখে। এলাকাবাসী  বলছেন, দীর্ঘদিন এমনভাবে কাজের ধীরগতিতে রেখে জন সাধারনের কস্ট দিতে ছিলো ঠিকাদার। এমনকি কোন ধরনের সাইনবোর্ড কিংবা সতর্কবার্তাও লাগানো হয়নি দূর্ঘটনা স্থানে। এদিকে ব্রিজটি ভাঙ্গার কারণে দু’পাশে শত শত যাত্রীবাহি বাস ও মালবোঝাই ট্রাক আটকে পড়েছে।




Archives
Image
বরিশাল শেবাচিমের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ করেছে : সচিব
Image
বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে পুলিশ
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস