Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মায়ের মানত পূরণ করতে সাত বিয়ে রবিজুলের 
Monday December 18, 2023 , 11:19 am
Print this E-mail this

কোনো অশান্তি নেই, সাত স্ত্রীকে নিয়ে সুখের সংসার

মায়ের মানত পূরণ করতে সাত বিয়ে রবিজুলের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : একটি, দুটি নয় সাত সাতটি বিয়ে করেছেন রবিজুল ইসলাম (৩৯) নামে কুষ্টিয়ার এক ব্যবসায়ী। তার ভাষ্য, কোনো অশান্তি নেই। সাত স্ত্রীকে নিয়ে সুখের সংসার। স্ত্রীরা মিলেমিশে থাকছেন একই বাড়িতে। রবিজুলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ায়। তার স্ত্রীরা হলেন-কুষ্টিয়া সদর উপজেলার রুবিনা খাতুন (৩৫), একই উপজেলার গোস্বামী দুর্গাপুর এলাকার মিতা আক্তার (২৫), কিশোরগঞ্জের হেলেনা খাতুন (৩০), রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকার নুরুন নাহার (২৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার স্বপ্না (৩০), একই উপজেলার ডমবলপুর এলাকার বানু আক্তার (৩৫) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার রিতা আক্তার (২০)। রবিজুল ইসলাম বলেন, ‘আমি মা-বাবার একমাত্র ছেলেসন্তান। আমার একটা সমস্যা ছিল। সেই সমস্যার বিষয়টি আমি জানি না। আমার মা মানত করেছিলেন, ছেলে বেঁচে থাকলে তাকে সাতটি বিয়ে দেবেন। মায়ের মনের আশা পূরণ করতে আমি সাতটি বিয়ে করেছি। এতে আমি, আমার পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা সবাই খুশি। সাত বউই খুব ভালো। তিনি আরও বলেন, ‘আমি ১৫ বছর লিবিয়াতে ছিলাম। দুই বছর আগে দেশে এসেছি। বর্তমানে আমার একটি ড্রাইভিং শেখানোর সেন্টার আছে। এ ছাড়া কয়েকটি মাইক্রোবাস রয়েছে। আমি গাড়ি চালাই এবং গাড়ি চালানো শেখাই। এসব উপার্জন দিয়ে আমার সংসার চলে।’ তিনি বলেন, ‘১৯৯৯ সালে রুবিনাকে বিয়ে করি। তার দুইটা ছেলে রয়েছে। এরপর লিবিয়ায় থাকা অবস্থায় ২০১৪ সালে হেলেনাকে বিয়ে করি। তার এক ছেলে ও এক মেয়ে। ২০২০ সালে নুরুন নাহারকে বিয়ে করি। তার এক মেয়ে আছে। এক বছর আগে স্বপ্নাকে বিয়ে করি। তিন মাস আগে বানুকে, আড়াই মাস আগে রিতাকে এবং দুই মাস আগে মিতাকে বিয়ে করেছি। খোঁজ-খবর নিয়ে পারিবারিকভাবে বিয়ে করেছি। সবাই খুবই ভালো। পরস্পর আপন বোনের মতো সম্পর্ক সবার। কখনো ঝগড়াঝাঁটি করে না। একসঙ্গে মিলেমিশে কাজ করে, সংসার করে।’ তার এক স্ত্রী বলেন, ‘আমরা সাত বোনের মতো। আমরা সারা দিন মিলেমিশে সংসারের কাজ করি। সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক। বোনের মতো এক বাড়িতে বসবাস করি। কেউ কাউকে হিংসা করে না। কেউ কম কাজ করল বা বেশি কাজ করল, তাতে কিছু যায়-আসে না। আমরা জেনেশুনে বিয়ে করেছি। আমাদের মন খারাপ হয় না। আমাদের স্বামীও খুবই ভালো মানুষ।’ স্থানীয়রা জানায়, রবিজুল ইসলাম সাতটি বিয়ে করেছেন। সাত বউ নিয়ে একই বাড়িতে বসবাস করেন। সাত বউ মিলেমিশে সংসার করেন। এলাকার মানুষ তাদের বাড়িতে বেড়াতে যায়। তারা ভালোই আছেন।




Archives
Image
সোহেল চৌধুরী হত্যা মামলা : আজিজ মোহাম্মদ ভাইসহ তিনজনের যাবজ্জীবন
Image
এবার পুলিশের দ্বারস্থ হলেন চিত্রনায়িকা বুবলী
Image
রাজধানীতে মিলল ‘পুনর্জন্ম’র প্রযোজক রুহানের ঝুলন্ত মরদেহ
Image
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় আজ
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন