মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২০ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস । বৃহস্পতিবার (নভেম্বর ৩০) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং কর্মকর্তা ফারিয়া তানজিন এর নিকট এ মনোনয়ন পত্র দাখিল করেন। এরপর বিকেল পৌনে চারটায় বানারীপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী এর নিকট মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ মজিদ শিকদার, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সদস্য সুখেন্দু শেখর বদ্য, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন-দুই উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বর সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র দাখিলের পূর্বে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল উপলক্ষে দোয়া মোনাজাত ও মিস্টি বিতরণ করা হয়। পড়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন৷