বিক্ষোভ ও কালো পতাকার মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট
বরিশালে নির্বাচন বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নির্বাচনের তফসিল বাতিল, একতরফা নির্বাচনের চক্রান্ত বন্ধ, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বরিশালে নগরীতে বিক্ষোভ ও কালো পতাকার মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল। বৃহস্পতিবার (নভেম্বর ৩০) বেলা ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটির আহবায়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন-বাম গণতান্ত্রিক জোট সদস্য সচিব ডা: মনিষা চক্রবর্তী, বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, উপাধ্যক্ষ হারুন অর রসিদ ও জাফর তালুকদার। এ সময় বক্তারা বলেন, এই সরকারের পাতানো একতরফা নির্বাচন দেশবাসি মানে না আমরাও মানি না। তাই দেশের মানুষের মঙ্গল কামনা করে অভিলম্বে পদত্যাগ করে একটি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দেন। এর পূর্বে নগরীর ফকিরবাড়ি দলীয় কার্যলয় থেকে এক কালো পতাকার মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় সদররোড এসে শেষ করে।