প্রচ্ছদ » স্লাইডার নিউজ » কে বা কারা বরিশাল-৫ আসনের মনোনয়ন ফরম কিনেছেন আমি জানি না-নানক
Monday November 20, 2023 , 11:19 pm
ঢাকা-১৩ আসনের মনোনয়ন পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী জাহাঙ্গীর কবির নানক
কে বা কারা বরিশাল-৫ আসনের মনোনয়ন ফরম কিনেছেন আমি জানি না-নানক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল-৫ আসনের জন্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নামে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর আগে তিনি ঢাকা-১৩ আসন থেকেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বরিশাল-৫ সদর আসনটি নানা কারণেই আলোচিত। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত দলের বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বর্তমান সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে সোমবার জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করার খবরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। নানক এর আগেও ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যুবলীগের সাবেক এই চেয়ারম্যানের পৈত্রিক বাড়ি বরিশালে। সাংবাদিকদের তিনি বলেছেন, কে বা কারা বরিশাল-৫ আসনের মনোনয়ন ফরম কিনেছেন আমি জানি না। তবে ধারণা করছি, হয়ত আমার কোনো শুভাকাঙ্ক্ষী ফরম কিনছেন। ঢাকা-১৩ আসনের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী জানিয়ে নানক বলেন, সেখানেই তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এটি তার পুরোনো আসন। সেখানে জনগণের সঙ্গে তার ‘নিবিড় সম্পর্ক’ রয়েছে। ওই আসন থেকেই তিনি নির্বাচন করতে চান।