প্রচ্ছদ » স্লাইডার নিউজ » কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার রক্তাক্ত জখম, ছবি ভাইরাল
Saturday October 28, 2023 , 6:31 pm
রাজধানী পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সম্মুখে সরকারবিরোধী সমাবেশে তিনি হামলার শিকার হন
কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার রক্তাক্ত জখম, ছবি ভাইরাল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার রক্তাক্ত জখম হয়েছেন। রাজধানী ঢাকার পল্টনস্থ বিএনপি কার্যালয়ের সম্মুখে শনিবার সরকারবিরোধী সমাবেশে তিনি হামলার শিকার হন। তবে বর্ষীয়াণ এই নেতা কী ভাবে রক্তাক্ত হয়েছেন, প্রাথমিকভাবে সেই তথ্য না পাওয়া গেলেও স্থানীয় বিএনপি নেতারা বলছেন, সমাবেশ চলাকালে পুলিশ ধারাবাহিক সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এতে তাদের দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে বরিশাল সদর আসনের সাবেক এমপি মজিবর রহমান সরোয়ারও আছেন। এই বিষয়ে জানতে বিএনপি নেতা মজিবর রহমান সরোয়ারের মুঠোফোনে একাধিক ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আহত সরোয়ারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে তাকে দু’পাশ থেকে দু,জন ব্যক্তি ধরে আছেন, আর মুখবয় কিছুটা রক্তাক্ত।