Current Bangladesh Time
শনিবার মে ১৮, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ 
Tuesday October 17, 2023 , 2:19 pm
Print this E-mail this

অশ্বিনী কুমার ছাত্রাবাসে চারটি ভবন, এর মধ্যে দুটিই বসবাসের অনুপযোগী

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আধুনিক ভবন নির্মাণ, পুরোনো ভবন সংস্কারসহ বিভিন্ন সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (অক্টোবর ১৭) বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা।শিক্ষার্থীরা জানান, অশ্বিনী কুমার ছাত্রাবাসে চারটি ভবন রয়েছে। এর মধ্যে দুটিই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই জরাজীর্ণ এসব ভবনের পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হচ্ছেন। সম্প্রতি ছাদের পলেস্তারা খসে পড়ায় আন্দোলনে নেমেছেন তারা। কলেজ প্রশাসন এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দেন তারা। এদিকে নগরীর বিএম কলেজ সড়ক অবরোধ করায় বিপাকে পড়েন নথুল্লাবাদ থেকে সদর রোড ও লঞ্চঘাটে যাতায়াতকারী যাত্রীরা। যাতায়াতের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে তাদের।




Archives
Image
বরিশালসহ ৫ বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
Image
বরিশালে যৌন হয়রানির দায়ে বরখাস্ত হওয়া শিক্ষকের মামলা
Image
বাঘের পর এবার কুমিরের মুখ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল কুদ্দুস
Image
বরগুনার বেতাগীতে স্পর্শ করলেই অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরা!
Image
নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই এ সফর : ডোনাল্ড লু