Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ২২, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল পানি উন্নয়ন বোর্ড জোয়ারের পানিতে ভাসছে 
Thursday August 24, 2017 , 12:53 pm
Print this E-mail this

অফিস থেকে সামনে নামতেই দেখা মিললো হাটু সমান পানির

বরিশাল পানি উন্নয়ন বোর্ড জোয়ারের পানিতে ভাসছে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বান্দ রোডস্থ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত পুলিশ কমিশনারের কার্যালয় তার পশেই রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরিশাল সার্কেলের কার্যালয়।বুধবার দুপুর সাড়ে ৩ টায় সংবাদ সংগ্রহ করতে সেখানে হাজির হয় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী।দুঃখজন বিষয়টি হলো তখন অফিসার কাউকে পাওয়া যায়নি কথা বলার জন্য।অফিস থেকে সামনে নামতেই দেখা মিললো হাটু সমান পানির।নেই বৃষ্টি, আবহাওয়াও ভালো, তার পরেও কেন এত পানি? উত্তরের আশায় অফিস কক্ষের মধ্যে দেখা গেলো শুধু একজন অফিস চৌকিদার (পিয়ন) রোজিনা আক্তারের সাথে।তার কাছে জানতে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ভাই এইতো কম পানি আরো বেশি উঠে এবং পানির চাপ থাকলে জোয়ারের পানি অফিসের মধ্যেও ঢুকে পড়ে।তিনি আরো বলেন, ভাই এখানে আমার প্রায় হাটু সমান পানি উঠে।পরবর্তিতে অফিসের কোন কর্তাবাবুকে পাওয়া যায় নাই।তবে অফিস কক্ষে দেখা মিললো দুই কর্তা বাবু’র সাথে।এরা হলেন, কামরুল ইসলাম (রাজস্ব সার্ভেয়ার) এবং উজ্জল বিশ্বাস (হিসাব করনিক)-এর সাথে।তারা এক কর্মকর্তার রুমে চেয়ারের উপরে পা তুলে বসে আছেন।যখনই জানতে পারছে গণমাধ্যমকর্মী মুহুর্তের মধ্যে পা নামিয়ে বলেন, ভাই কাকে চাচ্ছেন, কাকে খুঁজছেন আপনারা? পরে বিষয়টি বলার পরে এরা কোন উত্তর না দিয়ে ওই অফিসের উপর তলায় যাওয়ার জন্য বলে।এসময় সেখানে গিয়ে কাউকেই খুঁজে পাওয়া যায়নি।সরকারী নিয়মানুযায়ী দুপুর ১ টা থেকে দেড় টা পর্যন্ত লাঞ্চ আওয়ার হওয়ার কথা থাকলেও সাড়ে ৩ টায় মেলেনি কাউকেই।তবে মোবাইল ফোনে কথা হয় বরিশাল পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী আবু সাইদ এর সাথে।তিনি বলেন, ভাই এ সমস্যা তো অনেক পুরানো।আমরা কি করবো ভেবে পাচ্ছি না।তবে তিনি আরো বলেন, ভাই এটা ড্রেনের সমস্যার কারণেই হয়।বিষয়টি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।বরিশাল নগরীর ঐতিহ্যবাহী সাগরদি খাল দিয়ে পানি প্রবেশ করে।আমরা বর্তমান বাজেটে এ প্রকল্প দিয়েছি।তবে এই পানির কারণে আমাদের চরম ভোগান্তি হয়।




Archives
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন
Image
আওয়ামী লীগের যারা অপরাধ করেনি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের : ফয়জুল করীম
Image
বরিশালের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
Image
পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের বেইলি ব্রিজ এখন মরণফাঁদ